1. ccadminrafi@gmail.com : Writer Admin : Writer Admin
  2. 123junayedahmed@gmail.com : জুনায়েদ আহমেদ, সম্পাদনায়-আরজে সাইমুর : জুনায়েদ আহমেদ, সম্পাদনায়-আরজে সাইমুর
  3. swadesh.tv24@gmail.com : Newsdesk ,স্বদেশ নিউজ২৪.কম : Newsdesk ,স্বদেশ নিউজ২৪.কম
  4. swadeshnews24@gmail.com : নিউজ ডেস্ক, স্বদেশ নিউজ২৪.কম, সম্পাদনায়-আরজে সাইমুর: : নিউজ ডেস্ক, স্বদেশ নিউজ২৪.কম, সম্পাদনায়-আরজে সাইমুর:
  5. hamim_ovi@gmail.com : Rj Rafi, সম্পাদনায়- সাইমুর রহমান : Rj Rafi, সম্পাদনায়- সাইমুর রহমান
  6. skhshadi@gmail.com : শেখ সাদি, সম্পাদনায়-সাইমুর রহমান: : শেখ সাদি, সম্পাদনায়-সাইমুর রহমান:
  7. srahmanbd@gmail.com : এডমিন, সম্পাদনায়- সাইমুর রহমান : এডমিন, সম্পাদনায়- সাইমুর রহমান
  8. sumaiyaislamtisha19@gmail.com : তিশা, সম্পাদনায়-সাইমুর রহমান : তিশা, সম্পাদনায়-সাইমুর রহমান
পাবনায় আশ্রমের সেবায়েতকে কুপিয়ে হত্যা - Swadeshnews24.com
শিরোনাম
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা-ডিপজল প্যানেলের জয়লাভ গোবিন্দগঞ্জে অটোচালক দুলা হত্যার মূল আসামি আটক চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শুরু পলাশবাড়ীতে উপজেলা নির্বাচনে অনলাইন মনোনয়নপত্র দাখিলের বিষয়ে সম্ভাব্য প্রার্থীদের সাথে মতবিনিময় ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পদক্ষেপ নিলেই বিএনপি বলে বিরোধীদল দমন’ এবার বুবলী-শাকিবের ‘কোয়ালিটি টাইম’ নিয়ে মুখ খুললেন অপু বাংলাদেশের সফলতা চোখে পড়ার মতো: সিপিডির রেহমান সোবহান চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের পরিবেশ নিয়ে যা বললেন নিপুণ তালিকা দিতে না পারলে ফখরুলকে ক্ষমা চাইতে বললেন ওবায়দুল কাদের প্রকাশিত হলো দিদারের ‘বৈশাখ এলো রে এলো বৈশাখ’ আ.লীগের মতো ককটেল পার্টিতে বিশ্বাসী নয় বিএনপি: রিজভী হৃদয় খানের সঙ্গে জুটি ন্যান্সিকন্যা রোদেলার শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষকে ভাবতে পারি না: বুবলী শাকিবের এমন সময় আমাদেরও ছিল: ওমর সানী কত টাকা সালামি পেলেন জায়েদ খান, দিতে হলো কত লাখ?

পাবনায় আশ্রমের সেবায়েতকে কুপিয়ে হত্যা

  • Update Time : শনিবার, ১১ জুন, ২০১৬
  • ১৫৯ Time View

17938_f66এবার পাবনার হেমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবায়েতকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম নিত্যরঞ্জন পান্ডে (৬২)। দেশজুড়ে জঙ্গি দমনে পুলিশের ৭ দিনের ‘সাঁড়াশি অভিযান’ পরিচালনার প্রথম সকালেই গতকাল ভোর ৫টার দিকে পাবনা সদর থানার হেমায়েতপুরে পাবনা মানসিক হাসপাতালের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক হত্যাকাণ্ডের সঙ্গে নিত্যরঞ্জন পান্ডে হত্যার মিল রয়েছে এবং একই কায়দায় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে পুলিশ। হত্যাকাণ্ডের প্রতিবাদে শহরে মানববন্ধন হয়েছে। নিহত নিত্যরঞ্জন ৪০ বছর ধরে পাবনার ঠাকুর অনুকূল চন্দ্র আশ্রমে সেবক হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি গোপালগঞ্জ সদরের আরুয়া কংশু এলাকায়। পাবনার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সেলিম খান জানান, প্রতি দিনের মতো শুক্রবার সকালে প্রাতভ্রমণে বেরিয়ে হত্যাকাণ্ডের শিকার হন তিনি। তিনি বলেন, নিত্যরঞ্জন পান্ডেকে পেছন থেকে ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়া হয়। ঘাড়ে ও মাথায় এমনভাবে কোপানো দেখে মনে হয় খুনিরা দেহ থেকে তার মাথা বিচ্ছিন্ন করে ফেলতে চেয়েছিল। এত ভোরে ওই সড়কে লোকসমাগম না থাকলেও খুনিরা এক থেকে দেড় মিনিটেই তাদের মিশন শেষ করে পালিয়ে গেছে। হত্যার কারণ ও হত্যাকারী সম্পর্কে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারা বা কেন নিত্যানন্দকে হত্যা করেছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে ৭ই জুন ঝিনাইদহে হিন্দু পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলি, ৫ই জুন নাটোরে খ্রিস্টান দোকানি সুনীল গোমেজ এবং একই দিনে চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যার সঙ্গে পাবনার এ খুনের অনেক মিল রয়েছে বলে পুলিশ দাবি করেছে। আশ্রম সূত্রে জানা যায়, নিহত নিত্যরঞ্জন পান্ডে ডায়াবেটিক রোগী  ছিলেন। তিনি আশ্রমেই থাকতেন। প্রতিদিনের মতো গতকাল ভোর ৫টার দিকে রাস্তায় হাঁটতে বেরিয়ে ছিলেন। ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সামনে পাবনা মানসিক হাসপাতাল। তিনি হাঁটতে হাঁটতে মানসিক হাসপাতালের উত্তরপাশে প্রধান গেটে পৌঁছালে দুর্বৃত্তরা পেছন থেকে তাকে ঘাড়ে-মাথায় এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান সেবায়েত নিত্যরঞ্জন পান্ডে। পাবনা ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক যুগোল কিশোর ঘোষ জানান, নিত্যরঞ্জন প্রায় ৪০ বছর ধরে আশ্রমে আছেন। তার বাড়ি গোপালগঞ্জ জেলা সদরের আরুয়া কংশু এলাকায়। বাবার নাম মৃত রশিক লাল পাণ্ডে। বাড়িতে তার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে আছেন। তিনি আশ্রমেই থাকতেন। এবং আশ্রমের সবকিছু দেখভাল করতেন। তিনি একজন ভালো মানুষ ছিলেন। আমার জানা মতে তার কোনো শত্রু ছিল না। এ ঘটনায় আমরা স্তব্ধ, নির্বাক। আশ্রমের সেবক শেফালী রানী সিংহ বলেন, ষাটোর্ধ্ব এই বৃদ্ধের সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল না। তিনি ছিলেন মিষ্টভাষী একজন মানুষ। তারপরও এ ধরনের হত্যাকাণ্ডে নির্বাক তারা। তার প্রশ্ন- কেন এমন বৃদ্ধ, শান্তিপ্রিয় মানুষ, যিনি ঠাকুরের পূজারি ছিলেন, তাকে হত্যা করা হলো। এখন আমরা আতঙ্কে আছি। আশ্রমের নির্বাহী পরিষদের সদস্য শ্রীবলাই কৃষ্ণ সাহা জানান, নিত্যরঞ্জন আশ্রমের সবচেয়ে দায়িত্বশীল ও কর্মনিষ্ঠ সেবক ছিলেন। তার সঙ্গে কারও শত্রুতা ছিল বলে তাদের জানা নেই। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে যে ধরনের হত্যাকাণ্ড ঘটছে, এটিকে তেমনই মনে হচ্ছে। স্থানীয় এনজিও কর্মী নরেশ মধু বলেন, ‘উনি দীর্ঘদিন ধরে এ এলাকায় বসবাস করে আসছিলেন। এ এলাকারই মানুষ হয়ে গিয়েছিলেন। সৎসঙ্গ সেবাশ্রমে কাজ করতেন। সাদামাটা মানুষ। কোনো শত্রু ছিল বলে শুনিনি।’ আশ্রম সূত্রে জানা যায়, নিত্যরঞ্জন পান্ডের লাশ গতকাল তার বাড়ি গোপালগঞ্জে নিয়ে যাওয়া হয়। সেখানে তার সৎকার করা হবে। সকালেই ঘটনাস্থলে যান পাবনা পুলিশ সুপার আলমগীর কবিরসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। তারা বলেন, কে বা কারা হত্যা করেছে তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। তবে দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক হত্যাকাণ্ডের অংশ হিসেবে নিত্যরঞ্জনকে হত্যা করা হতে পারে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছি। এ ঘটনার পর গোটা জেলায় বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি বসিয়ে হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছি। আমরা আশা করি, খুব তাড়াতাড়ি হত্যাকারীদের গ্রেপ্তার করা সম্ভব হবে।
তদন্ত কমিটি গঠন: এদিকে নিত্যরঞ্জন পান্ডে হত্যার ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার দাসকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন, পাবনা সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ সেলিম, সদর থানার ওসি আবদুল্যাহ আল হাসান ও দুজন এসআই। তদন্ত কমিটিকে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেণ সিকদার বিকালে হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে তিনি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সাংবাদিক ও সৎসঙ্গ সেবাশ্রমের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, দুর্বৃত্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে। হত্যাকারীদের কোনো ছাড় দেয়া হবে না।
ঘটনাস্থল পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার ও র‌্যাব-১২  সিও: পাবনার হেমায়েতপুর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সেবাশ্রমের সেবক নিত্যরঞ্জন পান্ডে হত্যাকাণ্ডের ঘটনাস্থল সরজমিন পরিদর্শন করেছেন ভারতীয় সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়।
শুক্রবার দুপুর ১টা ৪০ মিনিটে ভারতীয় সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায় হেমায়েতপুর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেবাশ্রমে আসেন। তিনি সেবাশ্রমের কর্মকর্তা ও নিহত নিত্যরঞ্জন পান্ডের শাশুড়িসহ স্বজনদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি নিহতের পরিবারকে সব ধরনের সহযোগিতা ও সহায়তা প্রদানের আশ্বাস দেন।
এর আগে ঘটনাস্থল পরিদর্শনে আসেন র‌্যাব-১২ সিও (ডিআইডি) শাহাবুদ্দিন আহমেদ। এ সময় জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সৎসঙ্গ সেবাশ্রমের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিবাদে মানববন্ধন: এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় পাবনা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের নেতৃবৃন্দ। তারা ঘটনার নিন্দা জানিয়ে অনতিবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি করেন। বেলা একটার দিকে নিত্যরঞ্জনের মযনা তদন্ত শেষ হয় পাবনা জেনারেল হাসপাতাল মর্গে। পরে তার লাশ নিয়ে পাবনা রফিকুল ইসলাম বকুল মুক্তমঞ্চের সামনে সমাবেশ করে পাবনা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদ। তারা টাউন হল মুক্তমঞ্চের সামনের সড়কে পাবনা জেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ব্যানারে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করে। হত্যাকারী দুর্বৃত্তদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, সৎসঙ্গ সেবাশ্রমের প্রায় শতাধিক সেবক চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন কুমার চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিনয়  জ্যোতি কুন্ডু, ছাত্র যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অমিত কুমার কুন্ডু প্রমুখ। বক্তারা সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তাহীনতায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ব্যর্থ উল্লেখ করে পাবনার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের অপসারণ দাবি করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020 SwadeshNews24
Site Customized By NewsTech.Com