1. ccadminrafi@gmail.com : Writer Admin : Writer Admin
  2. 123junayedahmed@gmail.com : জুনায়েদ আহমেদ, সম্পাদনায়-আরজে সাইমুর : জুনায়েদ আহমেদ, সম্পাদনায়-আরজে সাইমুর
  3. swadesh.tv24@gmail.com : Newsdesk ,স্বদেশ নিউজ২৪.কম : Newsdesk ,স্বদেশ নিউজ২৪.কম
  4. swadeshnews24@gmail.com : নিউজ ডেস্ক, স্বদেশ নিউজ২৪.কম, সম্পাদনায়-আরজে সাইমুর: : নিউজ ডেস্ক, স্বদেশ নিউজ২৪.কম, সম্পাদনায়-আরজে সাইমুর:
  5. hamim_ovi@gmail.com : Rj Rafi, সম্পাদনায়- সাইমুর রহমান : Rj Rafi, সম্পাদনায়- সাইমুর রহমান
  6. skhshadi@gmail.com : শেখ সাদি, সম্পাদনায়-সাইমুর রহমান: : শেখ সাদি, সম্পাদনায়-সাইমুর রহমান:
  7. srahmanbd@gmail.com : এডমিন, সম্পাদনায়- সাইমুর রহমান : এডমিন, সম্পাদনায়- সাইমুর রহমান
  8. sumaiyaislamtisha19@gmail.com : তিশা, সম্পাদনায়-সাইমুর রহমান : তিশা, সম্পাদনায়-সাইমুর রহমান
তোমরা সবাই চুপ কেন? ট্রেইলার সুন্দর ছিল... - Swadeshnews24.com
শিরোনাম
‘সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পদক্ষেপ নিলেই বিএনপি বলে বিরোধীদল দমন’ এবার বুবলী-শাকিবের ‘কোয়ালিটি টাইম’ নিয়ে মুখ খুললেন অপু বাংলাদেশের সফলতা চোখে পড়ার মতো: সিপিডির রেহমান সোবহান চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের পরিবেশ নিয়ে যা বললেন নিপুণ তালিকা দিতে না পারলে ফখরুলকে ক্ষমা চাইতে বললেন ওবায়দুল কাদের প্রকাশিত হলো দিদারের ‘বৈশাখ এলো রে এলো বৈশাখ’ আ.লীগের মতো ককটেল পার্টিতে বিশ্বাসী নয় বিএনপি: রিজভী হৃদয় খানের সঙ্গে জুটি ন্যান্সিকন্যা রোদেলার শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষকে ভাবতে পারি না: বুবলী শাকিবের এমন সময় আমাদেরও ছিল: ওমর সানী কত টাকা সালামি পেলেন জায়েদ খান, দিতে হলো কত লাখ? শাকিব খানের সঙ্গে বিয়ে,দেনমোহর, বিচ্ছেদসহ নানা বিষয় নিয়ে মুখ খুললেন বুবলী দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, বৃহস্পতিবার ঈদ বাড়তি ভাড়া চাওয়ায় ‘যাত্রীদের মা’র’ধরে’ বাসচালক ও হেলপার নি’হ’ত ওমরাহ পালনে সৌদি আরবে সাকিব

তোমরা সবাই চুপ কেন? ট্রেইলার সুন্দর ছিল…

  • Update Time : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬
  • ৭২৭ Time View
আমি তোমার হতে চাই, ছবি- শেখ সাদী
আমি তোমার হতে চাই, ছবি- শেখ সাদী

আমি তোমার হতে চাই, ছবি- শেখ সাদী

রাজ, সম্পাদনায়-আরজে সাইমুর, স্বদেশ নিউজ২৪.কম: চলছিল ছবির ট্রেইলার। দর্শক দেখছিল বাপ্পি-মিমের রোমাঞ্চ, মিশা সওদাগরের দক্ষ অভিনয় শৈলী, এরই মাঝে পর্দায় দেখা যায় ছবির নায়িকা মিমকে। অনেকটা অবাক হয়েই মিম প্রশ্ন করেন তোমরা সবাই চুপ কেন? মিম এর প্রশ্নের উত্তর দেন ছবির নায়ক বাপ্পি। স্ক্রীনে এসেই শুধান ট্রেইলার সুন্দর ছিল। হ্যা এমন রোমান্টিক আকর্ষণধর্মী কথায় ছবির ট্রেইলার তৈরী করেছেন নির্মাতা অনন্য মামুন। গতকাল ঢাকা ক্লাবে লাইভ টেকনোলজিস্ট এর প্রযোজনায় “আমি তোমার হতে চাই” সিনেমার প্রেস কন্ফারেন্স বনার্ঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সিনেমার পরিচালক অনন্য মামুন,  প্রযোজক তামজিদ অতুল, নায়ক বাপ্পি, নায়িকা বিদ্যা সিনহা মিম, মিশা সওদাগর, সানজ, দিবালীসহ কলা-কুশলীসহ লাইভ টেকনোলজির টিম মেম্বারসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-পরিচালক সোহানুর রহমান সোহান, বদিউল খোকন, চিত্রনায়ক আমান রেজা, শফিক তুহিন।  অনুষ্ঠানে সিনেমার গান ও ট্রেইলার দেখানো হয়। সঞ্চালক ছিলেন দেবাশীষ বিশ্বাস। সাংবাদিকবৃন্দ সিনেমার পরিচালক, প্রযোজক, নায়ক-নায়িকা, কলা-কুশলীসহ লাইভ টেকনোলজির কর্মকর্তাদের কাছে সিনেমার বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন ও মত বিনিময় করেন। অনুষ্ঠানে রেডিও স্বদেশ ডট নেট ও স্বদেশ নিউজ২৪.কমের চেয়ারম্যান আরজে সাইমুর আমি তোমার হতে চাই সিনেমার পরিচালক, প্রযোজক, নায়ক-নায়িকাদের সাক্ষাতকার গ্রহন করে।

anonno-mamun-saimur
নির্মাতা অনন্য মামুন বলেন- আমরা আশাবাদী ছবিটিকে নিয়ে। ছবিটি ব্যবসা সফল হবে এবং দর্শক ভিন্ন কিছু পাবে।আমার ভাগ্য ভালো আমি যেখানেই কাজ করতে গিয়েছি সেখানেই সাপোর্ট পেয়েছি।এর আগের মুভিগুলোতেও প্রযোজকরা যথেষ্ট সহযোগিতা করেছেন।লাইভ টেকনোলজিস এ এসেও সেই সাপোর্ট টা পেয়েছি।যার ফলে শুটিং ভালো লোকেশনে করতে পেরেছি।লাইভ টেকনোলজিস নতুন ধারনা নিয়ে এসেছে। মানুষ যাতে ঘরে বসে টিকিট কেটে ছবি দেখতে পারে, আমরা এমন টেকনোলজি ডেভলপ করছি। আমরা দর্শকের ড্রয়িং রুমে যেতে চাই,হাতের স্মার্টফোনটিতে জায়গা করে নিতে চাই। বিদেশী সিরিয়াল গুলো মানুষ যেমন দেখছে আমাদের ছবি গুলোও দর্শক দেখতে বাধ্য হবে। যদি আমরা ভালো কিছু দেখাতে পারি। আর এ জন্যই আমাদের নতুন ধারণা “সিনেমাটিক অ্যাপস”। যেখানে দর্শক জনপ্রিয় সব মুভি দেখতে পারবে।

bappyবাপ্পি স্বদেশ নিউজ২৪কে বলেন- ছবিটি নিয়ে অনেক আশাবাদী।মামুন ভাই অনেক ভালো কিছু করার চেষ্টা করেছে।আর হল মালিকদের চেয়ে দর্শকের কাজ আসলে বেশি। দর্শকই পারে একটা ছবিকে অনেক উপরে তুলতে।দর্শকরা এখন হলের নানা সমস্যার কথা বলেন। যদি হলেই এত সমস্যা থাকতো তাহলে আগে হলগুলো নিশ্চয়ই চলত না।হলের পরিবেশ ভালো না,ছারপোকা ইত্যাদি অজুহাত না দিয়ে হলে আসুন। দেখবেন ছারপোকারা পালিয়ে গেছে।আর ছবির প্রসঙ্গে বলব, আমাদের ভালটা দেয়ার চেষ্টা করেছি।বাংলাদেশে এখন অনেক ভালো ছবি এখন হচ্ছে।কিন্তু আমাদের মূল সমস্যা হচ্ছে লগ্নি।ভালো লগ্নি পেলে পরিচালক ভালো কিছু করার চেষ্টা করতে পারেন, আর আমরাও দর্শককে ভালো কিছু দিতে পারি।

ডাবিং প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাপ্পি বলেন, এর আগেও আমি কাজ করেছি।তখন তো সমস্যা হয় নাই। এখন যারা প্রবলেম মনে করছে তারাই সিদ্ধান্ত নেবেন তারা কি করবেন? আর প্রবলেম যেহেতু তারি তৈরী করেছেন তারি সমাধান করবেন। সব কিছুর শেষে আমরা একটা পরিবার।পরিবারের স্বার্থে আমি তাদের সিদ্ধান্তকে মেনে নিয়েছি।
মীম স্বদেশ নিউজ২৪কে বলেন- আমি সত্যিই আনন্দিত এ মুভিতে কাজ করতে পেরে।আর লাইভ টেকনোলজিস ের প্রথম কাজ করা।খুব ভাল লেগেছে মামুন ভাইয়ের সাথে কাজ করে।আর ধন্যবাদ জানাই পুরো টিমকে এবং লাইভ টেকনোলজিসকে।সবাই দোয়া করবেন আমাদের জন্য।

জন স্বদেশ নিউজ২৪কে বলেন লাইভ টেকনোলজিস ভিন্নধর্মী প্রোডাকশন।ভালো লাগছে এ মুভিতে কাজ করতে পেরে। মামুন ভাই অনেক ভালো করেছে তার পরিচালনায়। বিশেষ করে আমার কো-আরটিস্ট দিপালী অনেক সাপোর্ট করেছে। আশা করি সবাই ভালো একটা কিছু দেখতে পাবে।সবাই দোয়া করবেন আমরা যেন ভালো করতে পারি।

saimur-sanj-dipalyদিপালী স্বদেশ নিউজ২৪কে জানান- অনেক ভালো লেগেছে এ মুভিতে কাজ করে।বাপ্পী ভাই, মাহি আপু,জন সবাই সাপোর্ট করেছে।বিশেষ করে মামুন ভাই আমরা নতুন সেটা বুঝতেই দেননি। প্রতিটি স্টেপ এ সাপোর্ট পেয়েছি।

সোহানুর রহমান সোহানঃ নিতান্ত রসিকতার ছলে শক্তিমান গুণী এ পরিচালক বলেন, দাওয়াতে এসে বক্তৃতা দিতে হয় জানা নেই। মামুনকে নিয়ে নতুন কিছু বলার নেই। ও ভাল কিছু দেয়ার জন্য সব সময়ই চেষ্টা করেছে।চলচ্চিত্রের ক্রান্তিকালে জারা এগিয়ে এসেছে তআদের মধ্যে মামুন একজন।চলচ্চিত্রকে ভালো কিছু দেয়ার চেষ্টা অর মাঝে সব সময়ই ছিল সে জন্য অকে ধন্যবাদ জানাই। আমাদের ভালো পরিচালক আছে, প্রযোজক আছে,অভিনেতা-অভিনেত্রী আছে, নেই লগ্নি। ঠিকমত লগ্নির সাপোর্ট পেলে পার্শ্ববর্তী দেশের মত আমরাও ভালো ছবি বানাতে পারব।

প্রযোজক অতুল স্বদেশ নিউজ২৪কে বলেন- লাইভ টেকনোলজিস নতুন ধারনা নিয়ে এসেছে। আমি ক্রান্তিকাল বলবো না। এখন অনেক ভালো ছবি আমরা দেখতে পাচ্ছি। আমাদের হলগুলোতে টানা কয়েক সপ্তাহ ধরে একই ছবি প্রদশসিত হচ্ছে। আর মানুষ যাতে ঘরে বসে টিকিট কেটে ছবি দেখতে পারে, আমরা এমন টেকনোলজি ডেভলপ করছি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020 SwadeshNews24
Site Customized By NewsTech.Com