Swadeshnews24.com

শিরোনাম

নতুন গান-ভিডিও ‘বান্ধি নাইরে ঘর’

| ১১ সেপ্টেম্বর ২০১৯ | ১:৪৫ অপরাহ্ণ

নতুন গান-ভিডিও ‘বান্ধি নাইরে ঘর’

এফ এ সুমনের সুর ও সঙ্গীতে নতুন একটি গানে কন্ঠ দিলেন এই সময়ের সুরকার ও কন্ঠশিল্পী শফিক মাহমুদ। গানটির শিরোনাম ‘বান্ধি নাইরে ঘর’। গানটির কথা লিখেছেন আলভী রহমান তপু। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

ছোট বেলা থেকেই গানের সঙ্গে সখ্যতা শফিক মাহমুদের। প্রথমে প্রিয় শিল্পীর গান নিজেই নিজেই মুখস্থ করে গাইতেন তিনি। সেই গানেই আকৃষ্ট করেন কাছের মানুষদের। এরপর একাধিক ওস্তাদের কাছে গানের তালিম নিয়েছেন শফিক মাহমুদ। এই পর্যন্ত প্রায় ২০টির বেশি গান প্রকাশ করলেও ৩০টিরও বেশি গানে সুর দিয়েছেন শফিক মাহমুদ। তার সুরে গান গেয়েছেন এই সময়ের জনপ্রিয় অনেকেই।

গানের কথার সঙ্গে মিল রেখে হৃদয় দোলানো গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন শামীম আহসান। এতে অভিনয় করেছেন আলভী রহমান তপু, মমি খান ও শামীম আহসান। আছেন শফিক মাহমুদ নিজেও।

গানটি প্রসঙ্গে শফিক মাহমুদ জানালেন- ‘এফ এ সুমন ভাইয়ের সুর ও সঙ্গীতে কন্ঠ দিতে পেরেছি এটি আমার সঙ্গীত ক্যারিয়ারে বড় একটি প্রাপ্তি। অনেক সময় নিয়ে আমরা সবাই কাজটি করেছি। আশা করছি গান-ভিডিওটি সবার ভালো লাগবে।

এফ এ সুমন বলেন- ‘শফিক মাহমুদের কন্ঠে আলাদা দরদ আছে, ওর গায়কী ভালো। গানের সঙ্গে থাকলে ও অনেক দূরে যাবে। ওর জন্য শুভকামনা থাকলো।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, আগামী ১২ সেপ্টেম্বর, বৃহস্পতিবার তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করবে ‘বান্ধি নাইরে ঘর’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

বিয়ে করলেন নাবিলা

২৭ এপ্রিল ২০১৮

 • পুরনো সংখ্যা

  SatSunMonTueWedThuFri
  22232425262728
  29      
         
    12345
  27282930   
         
        1
         
        1
  9101112131415
  30      
       12
         
        1
  2345678
  30      
     1234
  262728293031 
         
       12
         
    12345
  2728293031  
         
  891011121314
  2930     
         
      123
         
      123
  25262728   
         
  28293031   
         
        1
  2345678
  9101112131415
  3031     
        1
  30      
    12345
  272829    
         
      123
         
  28