1. ccadminrafi@gmail.com : Writer Admin : Writer Admin
  2. 123junayedahmed@gmail.com : জুনায়েদ আহমেদ, সম্পাদনায়-আরজে সাইমুর : জুনায়েদ আহমেদ, সম্পাদনায়-আরজে সাইমুর
  3. swadesh.tv24@gmail.com : Newsdesk ,স্বদেশ নিউজ২৪.কম : Newsdesk ,স্বদেশ নিউজ২৪.কম
  4. swadeshnews24@gmail.com : নিউজ ডেস্ক, স্বদেশ নিউজ২৪.কম, সম্পাদনায়-আরজে সাইমুর: : নিউজ ডেস্ক, স্বদেশ নিউজ২৪.কম, সম্পাদনায়-আরজে সাইমুর:
  5. hamim_ovi@gmail.com : Rj Rafi, সম্পাদনায়- সাইমুর রহমান : Rj Rafi, সম্পাদনায়- সাইমুর রহমান
  6. skhshadi@gmail.com : শেখ সাদি, সম্পাদনায়-সাইমুর রহমান: : শেখ সাদি, সম্পাদনায়-সাইমুর রহমান:
  7. srahmanbd@gmail.com : এডমিন, সম্পাদনায়- সাইমুর রহমান : এডমিন, সম্পাদনায়- সাইমুর রহমান
  8. sumaiyaislamtisha19@gmail.com : তিশা, সম্পাদনায়-সাইমুর রহমান : তিশা, সম্পাদনায়-সাইমুর রহমান
সাকিবের শাস্তিতে তীব্র প্রতিক্রিয়া - Swadeshnews24.com
শিরোনাম
সোনার দাম আরও কমল রাজধানীতে পানি, স্যালাইন ও শরবত বিতরণ বিএনপির জায়েদ খানের এফডিসিতে ফেরা হবে কিনা, জানালেন ডিপজল কক্সবাজার জেলায় কত রোহিঙ্গা ভোটার, তালিকা চেয়েছেন হাইকোর্ট সিনেমা হলে দেওয়া হচ্ছে টিকিটের সঙ্গে ফ্রি বিরিয়ানি ঢাকায় বড় জমায়েত করতে চায় বিএনপি ১৫ বছর পর নতুন গানে জেনস সুমন যশোরে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অভিযোগ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা-ডিপজল প্যানেলের জয়লাভ গোবিন্দগঞ্জে অটোচালক দুলা হত্যার মূল আসামি আটক চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শুরু পলাশবাড়ীতে উপজেলা নির্বাচনে অনলাইন মনোনয়নপত্র দাখিলের বিষয়ে সম্ভাব্য প্রার্থীদের সাথে মতবিনিময় ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পদক্ষেপ নিলেই বিএনপি বলে বিরোধীদল দমন’ এবার বুবলী-শাকিবের ‘কোয়ালিটি টাইম’ নিয়ে মুখ খুললেন অপু বাংলাদেশের সফলতা চোখে পড়ার মতো: সিপিডির রেহমান সোবহান

সাকিবের শাস্তিতে তীব্র প্রতিক্রিয়া

  • Update Time : মঙ্গলবার, ৮ জুলাই, ২০১৪
  • ২৪৫ Time View

sakib3-311x186বিশ্বের সেরা অল রাউন্ডার সাকিব আল হাসানকে ছয় মাস সবধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিরোধী (বিসিবি) ঝড় উঠেছে ফেসবুক পাড়াতে। এখানে যোগ দিয়েছেন সব শ্রেণি-পেশার মানুষ। বেশির ভাগ লোকই দোষ দেখেছেন বিসিবির। কারো চোখে সাকিবও অবশ্য নির্দোষ নন। বাদ যাননি সংবাদকর্মীরাও। ফেসবুকে নিজেদের ওয়ালে স্ট্যাটাস লিখে জানিয়েছেন তাদের প্রতিক্রিয়া।

অনেকে বিসিবির ‘অন্যায়’, ‘অবিচার’, ‘দুর্নীতির’, ‘স্বজনপ্রীতির’ বিষয়েও কথা তুলেছেন। প্রশ্ন তুলেছেন, ক্রিকেট বোর্ডকে শাস্তি দেবে কে?

অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ফজলুল বারী লিখেছেন, ‘সাকিবকে আমরা ভালোবাসি। কিন্তু তাকে শাস্তির সিদ্ধান্ত সঠিক হয়েছে। দেশের ক্রিকেটে শৃংখলা আনার স্বার্থে এমন একটি সিদ্ধান্ত কঠিন হলেও দরকার ছিল। অস্ট্রেলিয়া-ভারত যে কোনো দেশের কোনো খেলোয়াড় এমন করলে তাদের ব্যাপারেও দেশগুলো একই সিদ্ধান্ত নিতো। একই রকম অপরাধে ক্রিস গেইলের মতো ক্রিকেটারের বিরুদ্ধেও শাস্তির সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট কর্তৃপক্ষ। সেই সাজা শেষে গেইল আবার দলে ফিরেছেন। তবে সাকিব যদি আপিলের আবেদন করেন তাহলে সাজার মেয়াদ কিছুটা কমানোর কথা বিবেচনা করা যেতে পারে। ক্রিকেট বোর্ডকে এড়িয়ে আকরাম খানসহ যারা সাকিবকে নিয়ে অনৈতিক চর্চা করেছেন (সাকিবের দাবি মতো), তাদের ব্যাপারে বিসিবি কী ভেবেছে তা জানার আগ্রহ রইলো।’

চ্যানেল আইয়ের বার্তা সম্পাদক জাহিদ নেওয়াজ খান তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘৬ মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে সাকিব নিষিদ্ধ। দেড় বছর আইপিএলসহ বিদেশি লিগ খেলতে পারবেন না। নেইমারের চেয়েও এ মুহূর্তে এটা আমাদের জন্য অনেক বড় খবর অথবা দুঃসংবাদ। বোর্ডের সঙ্গে সাকিবের এতো বড় সমস্যা যে অন্যভাবে সমাধান করা গেলো না!’

এটিএন নিউজের সহযোগী বার্তা প্রধান প্রভাষ আমিন লিখেছেন, সাকিব আল হাসান ৬ মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ। আগামী দেড়বছর দেশের বাইরের কোনো লিগে খেলতে পারবেন না। সাকিবের ভালোর জন্যই শাস্তিটা দরকার ছিল। আশা করি এ শাস্তিতে সাকিবের বোধোদয় হবে। ৬ মাস পর ফিরে আসবে অন্য সাকিব। বাংলাদেশের ক্রিকেট সাকিবকে মিস করবে।’

প্রথম আলোর সাংবাদিক শরিফুল হাসান ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, বিসিবি আসলে কি চায়? তারা কি চাইছে সাকিব ক্ষুব্ধ হয়ে পদত্যাগের ঘোষণা দিক; নয়তো তাদের পা ধরে ফিরে আসুক! একটা কথা সবার মনে রাখা দরকার, বাংলাদেশে হাজার হাজার বেয়াদব আছে, শৃঙ্খলা ভঙ্গকারী আছে লাখ লাখ। কিন্তু সাকিব আছে একটাই। কাজেই শাস্তি দিতে গিয়ে আমরা যেন তার ক্যারিয়ারই ধ্বংস না করে দেই। কারণ তাতে সাকিবের চেয়ে বেশি ক্ষতি বাংলাদেশের ক্রিকেটের।’

এমজি মর্তূজা তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘সাকিব আকরাম খানের আশ্বাসের ভিত্তিতে গিয়েছিলেন। তাহলে তার কি দোষ? সাকিব তো বাংলাদেশের পক্ষে খেলবে না, এমন কোন কথা বলেনি। বরং বোর্ডের ডাকে সে ইংল্যান্ড থেকে ফিরে এসেছে। তাহলে কেন সাকিবকে বহিষ্কার হতে হল? নিন্দুকেরা বলে, বোর্ডের কর্তাব্যক্তিরা সাকিবের আয়ের ভাগ চেয়েছিলেন, এবং সাকিব সেটা দিতে রাজি হননি বলে তাকে শাস্তির মুখোমুখি হতে হল। কোন কারন ছাড়া শাস্তি দেয়া নিন্দুকদেরই সত্যি বানাবে…’

রেজাউল করিম রনি লিখেছেন, ‘এই বিসিবিটাই চরম দূর্নীতির আখড়া। লীগের মূর্খ-দালাল গুন্ডাপান্ডা দিয়ে এটা ইচ্ছা মতো চালান হচ্ছে। ভাল কোন খেলোয়ার কোন ভাবেই যেন দাঁড়াতে না পারে তার সব রকম চেষ্টা এরা করে চলেছে। ওদের চেতনার চামচা আর ভাই-ভাতিজারা দিনের পর দিন না বছরের পর বছর, ডাংগুলি খেলেও দলে টিকে আছে। ভাল খেলোয়াড়দের নানা ভাবে নষ্ট করার জন্য এরা খুব সংগঠিত ভাবে তৎপর আছে।

এই বিসিবি ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য আত্নঘাতী কোচ চন্দ্রিকাকে নিয়োগ দিয়েছে। এই চদ্রিকা কৈটিল্যর মতো কূট বুদ্ধি চেলে সাকিবকে ভিলেন বানানোর কাজে বিসিবিকে হেল্প করেছে। সাকিব অনুমতি ছাড়া যাননি।’

আবু সাদাত এমডি জাবের তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, এই রোজার মুখে আমি বললাম, আজ থেকে আমি অনির্দিষ্টকাল পর্যন্ত কোন প্রকার ক্রিকেট খেলা দেখবো না।

বায়েজিদ ভূঁইয়া জুয়েল তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, “বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান” আরো একটা ভুল সিদ্ধান্ত। আমরা কারো ভালো সহ্য বরতে পারি না। সে সাড়া দুনিয়ায় বাংলাদেশের নাম ছড়াচ্ছে । বিশ্ব মানের ক্রিকেট খেলছে । সাকিব তো আর প্রতিদিন আসে না । গত ৪০ বছরে আমরা একজন সাকিবকে পেয়েছি। মানলাম ও না হয় কিছু ভুল করেছে। ও তো আর ফেরেস্তা না । সাড়া দুনিয়ার সব তারকারাই কিছু ভুল দিদ্ধান্ত নিয়ে থাকে বুঝে- না বুঝে।

সব মিলিয়ে, ও কিছু টাকা কামাচ্ছে এটা কারো ভালো লাগছে না। সাকিবকে ধংস করার জন্য সবাই উঠে পড়ে লেগেছে।
আসল কথা হলো, আমাদের দেশের যোগ্যতার দাম নাই, তেলের দাম আছে…. ।

সাকিবের মেরুদন্ড একটু শক্ত বলে সে কারনে -অকারনে কাউকে তেল-তোষামদ করে না। এটাই তার কাল হয়েছে। মন খারাপ করার কিছু নাই সাকিব!

সাকিব তুমি ‘হিরো’ তুমিই বাংলাদেশের প্রাণ। সাকিব আল হাসান।

সুব্রত দেব তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, সব ধরনের ক্রিকেট থেকে ছয় মাসের জন্য নিষিদ্ধ হলো সাকিব আল হাসান। আগামী দেড় বছর আইপিএল সহ বিদেশী কোন লীগ খেলতে পারবে না। বিসিবি এবং সংশ্লিষ্ট বাকি দোষীদের বিচার হবে কী ! হলে কে করবে ! সাকিবকে নিষিদ্ধ করে আজ যারা বাংলাদেশের ক্রিকেটে শৃংখলা প্রতিষ্ঠার কথা বলছেন, তাদের শৃংখলা কোথায়!

বলি সাকিবের শাস্তি’টা যদি প্রাপ্যই ছিল, বাকিদের মানে সংশ্লিষ্টদের ক্ষেত্রে কেন প্রযোজ্য নয়..সাকিব খুব বেশি অহংকার দেখায়নি, ঔদ্ধত্যও না। সমস্যাটা অন্য জায়গায়, সাকিব বোর্ডের কর্মকর্তাদের যেমন তেল দেয় না, তেমনি তেল দেয় না সাংবাদিকদেরকেও।

গাজী টেলিভিশনের প্রধান প্রতিবেদক রাকিবুল আহসান মুকুল লিখেছেন,  আমাদের প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হলো। আসলে কোথাও একটা গণ্ডগোল হচ্ছে মনে হচ্ছে। একসময়ের জনপ্রিয় ফুটবলের মতো হালের ক্রেজ ক্রিকেটকে ধ্বংস করার জন্য কোনো একটি মহল উঠে পড়ে লেগেছে। সাকিব দেশে ফিরে তো বললো যে সে দেশের হয়ে খেলবে না এমন কথা বলেনি। তাহলে সেই কথা ছড়ালো কারা। কারা ফাঁসানোর চেষ্টা করলো সাকিবকে। আবার ম্যাচের পর ম্যাচ গোল্লা খেয়েও চাচার কোমর ধরে বাংলাদেশের তরুণদের জ্ঞান দিয়ে বেড়াচ্ছে তামিম… হচ্ছে কি এসব? আমরা চাই কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে শাস্তি পাক। কিন্তু তার বিনিময়ে দেশ যেন ভালো কিছু পায়। সাকিব বিহীন ক্রিকেটের ভালো কিছু দেখার অপেক্ষায়………… শুভ কামনা সাকিব।’

প্রথম আলোর হেড অব রিপোর্টিং শওকত হোসেন মাসুম লিখেছেন, এই ক্রিকেট বোর্ডে আমি অনাস্থা দিলাম, সব দুই নম্বরগুলা এক হইছে।

জাভেদ সুলতান পিয়াস তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, সাকিব আল হাসান ছয় মাসের জন্য নিষিদ্ধ..আগামী এক বছর দেশের বাইরে খেলার জন্য অনাপত্তিপত্র পাবেন না….. এইটা কি হইল! এই ছেলেটাকেও হারাব আমরা। আসলে আমাদের পেটে ঘি সহ্য হয় না। কপাল! কিছুই হবে না। পত্রিকায় ছবি ছাপা হবে; দুদনি পর সাকিব ক্ষমা চাচ্ছে। মুরুব্বিরা এইটাই চায় তো! ঠিক আছে। তাই হবে। বাইম মাছের মতো যাদের মেরুদন্ড, তাদের বিচার এর চেয়ে ভালো আর কী-ই বা হবে।

যমুনা টেলিভিশনের জয়েন্ট নিউজ এডিটর মাহমুদুল হাসান, ‘ইদানীং সাকিব কাউকে গুনছে না, ওর চললে-বলনে হাববড়া, ডেমকেয়ার ভাব’- এমন অভিযোগ আমরা সাংবাদিকরাই করেছি, সেই সাথে অশ্লীল অঙ্গভঙ্গিসহ আচরণগত নানা কেলেংকারির তো ছিলই। কিন্তু তাই বলে, দেশ সেরা ক্রিকেটারকে ৬ মাস ক্রিকেট থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত কি মানা যায়? শুধু তাই নয়, দেড় বছর বিদেশে খেলতে যেতে পারবে না বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার! সাকিব- যার অল-রাউন্ড নৈপূণ্যে কলকাতা নাইটরাইডার্স আইপিএল জিতলো টানা দু’বার, ধুঁকতে থাকা জাতীয় ক্রিকেট দলের একমাত্র নক্ষত্র যিনি, যার বদৌলতে বাংলাদেশের নাম সম্মানের সাথে উচ্চারিত হয় ক্রিকেট বিশ্বে, তাকে এমন শাস্তি দেয়া কতটুকু সমীচীন?’

সাংবাদিক পুলক ঘটক লিখেছেন, সাকিব ৬ মাসের জন্য নিষিদ্ধ হওয়ায় আমি ব্যথিত। এর ফলে দেশ ক্ষতিগ্রস্ত হল, একজন ভালো খেলোয়াড় হিসেবে তার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হল। কিন্তু এই সাজা তার প্রাপ্য। খেলোয়ারদের জন্য শৃঙ্খলা থাকা উচিৎ। সাকিবের যে অসভ্যতা এর আগে দেখেছি, তাতে ওর উপর শ্রদ্ধা রাখা যায় না। একজন বিশ্বমানের খেলোয়ারের আচরণ এরকম হতে পারে না। এরপর থেকে সব ক্রিকেট খেলোয়াড় দায়িত্বশীল আচরণ করবে, এটাই কামনা।

এ দিকে আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা শেষে বিসিবি সভাপতি সাকিব আল হাসানের এই সাজার বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করার কিছু সময় পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ‘হলুদ মিডিয়া ও বিসিবির দুর্নীতি ঢাকতে সাকিবের বিরুদ্ধে দেওয়া অন্যায় নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবীতে মানব বন্ধন’ শীর্ষক একটি ইভেন্ট খুলে রাজধানীতে আগামী বুধবার এই মানববন্ধনের আহ্বান জানান।

বুধবার বিকাল ৩টা ১৫ মিনিটে শাহবাগে সবাইকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন ইভেন্ট আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020 SwadeshNews24
Site Customized By NewsTech.Com