Home অর্থনীতি তেলের দাম কমানোর সম্ভাবনা নাচক করলেন অর্থমন্ত্রী

তেলের দাম কমানোর সম্ভাবনা নাচক করলেন অর্থমন্ত্রী

12
0
SHARE

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কয়েক দফা কমলেও বাংলাদেশে কমানোর সম্ভাবনা নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে সিলেটের খ্রিস্টান মিশন পুনঃসংস্কার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে তেলের দাম কমার কোনো সম্ভাবনা নেই। কারণ, সবসময় আমরা আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে তেলের দাম বাড়াতে পারি না। বরং সরকার ভর্তুকি দিয়েছে।
মন্ত্রী বলেন, এখন আন্তর্জাতিক বাজারে দাম কমেছে। কিন্তু এটা বেশিদিন টিকবে না। হঠাৎ করে আবার বেড়ে যেতে পারে।
পরে মন্ত্রী যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে প্রাক বড়দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
সিলেট ধর্ম প্রদেশের ধর্মপাল বিজয় বিষপ এন ডি ক্রুজের সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেট জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্যপরিষদ সিলেটের সভাপতি শ্রী অসিত ভট্টাচার্য্য, স্থানীয় কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ ও শাহানারা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্ত্রী সন্ধ্যার পর জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা পদক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। ওই অনুষ্ঠানে ৫ গুণীজনকে সম্মাননা দেওয়া হয়।

আশিকুর রহমান চৌধুরী স্বদেশ নিউজ২৪,কম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here