1. ccadminrafi@gmail.com : Writer Admin : Writer Admin
  2. 123junayedahmed@gmail.com : জুনায়েদ আহমেদ, সম্পাদনায়-আরজে সাইমুর : জুনায়েদ আহমেদ, সম্পাদনায়-আরজে সাইমুর
  3. swadesh.tv24@gmail.com : Newsdesk ,স্বদেশ নিউজ২৪.কম : Newsdesk ,স্বদেশ নিউজ২৪.কম
  4. swadeshnews24@gmail.com : নিউজ ডেস্ক, স্বদেশ নিউজ২৪.কম, সম্পাদনায়-আরজে সাইমুর: : নিউজ ডেস্ক, স্বদেশ নিউজ২৪.কম, সম্পাদনায়-আরজে সাইমুর:
  5. hamim_ovi@gmail.com : Rj Rafi, সম্পাদনায়- সাইমুর রহমান : Rj Rafi, সম্পাদনায়- সাইমুর রহমান
  6. skhshadi@gmail.com : শেখ সাদি, সম্পাদনায়-সাইমুর রহমান: : শেখ সাদি, সম্পাদনায়-সাইমুর রহমান:
  7. srahmanbd@gmail.com : এডমিন, সম্পাদনায়- সাইমুর রহমান : এডমিন, সম্পাদনায়- সাইমুর রহমান
  8. sumaiyaislamtisha19@gmail.com : তিশা, সম্পাদনায়-সাইমুর রহমান : তিশা, সম্পাদনায়-সাইমুর রহমান
ভালুকার সিডস্টোর সওজের জমি ভাড়া দিয়ে একটি চক্র হাতিয়ে নিচ্ছে লাখ, লাখ টাকা - Swadeshnews24.com
শিরোনাম
গোবিন্দগঞ্জে অটোচালক দুলা হত্যার মূল আসামি আটক চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শুরু পলাশবাড়ীতে উপজেলা নির্বাচনে অনলাইন মনোনয়নপত্র দাখিলের বিষয়ে সম্ভাব্য প্রার্থীদের সাথে মতবিনিময় ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পদক্ষেপ নিলেই বিএনপি বলে বিরোধীদল দমন’ এবার বুবলী-শাকিবের ‘কোয়ালিটি টাইম’ নিয়ে মুখ খুললেন অপু বাংলাদেশের সফলতা চোখে পড়ার মতো: সিপিডির রেহমান সোবহান চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের পরিবেশ নিয়ে যা বললেন নিপুণ তালিকা দিতে না পারলে ফখরুলকে ক্ষমা চাইতে বললেন ওবায়দুল কাদের প্রকাশিত হলো দিদারের ‘বৈশাখ এলো রে এলো বৈশাখ’ আ.লীগের মতো ককটেল পার্টিতে বিশ্বাসী নয় বিএনপি: রিজভী হৃদয় খানের সঙ্গে জুটি ন্যান্সিকন্যা রোদেলার শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষকে ভাবতে পারি না: বুবলী শাকিবের এমন সময় আমাদেরও ছিল: ওমর সানী কত টাকা সালামি পেলেন জায়েদ খান, দিতে হলো কত লাখ? শাকিব খানের সঙ্গে বিয়ে,দেনমোহর, বিচ্ছেদসহ নানা বিষয় নিয়ে মুখ খুললেন বুবলী

ভালুকার সিডস্টোর সওজের জমি ভাড়া দিয়ে একটি চক্র হাতিয়ে নিচ্ছে লাখ, লাখ টাকা

  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০১৫
  • ৩০১ Time View

valuka মোঃ জাহিদুল ইসলাম, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:   ভালুকার শিল্পখ্যত এলাকা সিডস্টোর বাজারের জমি প্রভাবশালীরা পাকা বিল্ডিং করে দখলে নিয়েছে। বাজারের জমি অবৈধভাবে দখল করে নেয়ায় টুয়া বাজার বসে ঢাকা- ময়মনসিংহ মহা-সড়কের উপরে। এতে ঘটছে অহরহ দুর্ঘটনা, ফলে মহা সড়কে দীর্ঘ যানযটের সৃষ্টি হচ্ছে। সড়কও জনপথের জমি দখল করে  স্থানীয় ছাত্রলীগ ও বিএনপির নেতা কর্মীরা ক্ষুদ্র ব্যবসায়িদের কাছে অগ্রিম জামানত টাকা নিয়ে ভাড়া দিয়ে প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। মাছ বাজারের সেডটি দখল করে ব্যবসায়ি সমিতির অফিস করা হয়েছে অপরদিকে বন বিভাগের শত কোটি টাকা মূল্যে জমি দখল ও   মার্কেট নির্মাণ করে বিক্রি ও ভাড়া খাটানোর অভিযোগ করেছে। অভিযোগ সুত্রে জানাযায়, হবিরবাড়ি মৌজার ৯ ও ১৮৫নং দাগে সিডস্টোর বাজারটি ৪একর বনের জমিতে ১৯৯৬ সালে সরকারী ইজারার আওতায় আনা হয়। ১৯৮৩ ও ১৯৯২সালে সরকারী অর্থায়নে পৃথক দুটি সি,আই সেড নির্মাণ করা হয়। ২০১২সালে ওয়ার্ল্ড ভিশনের অর্থায়নে একটি গণ শৌচাগার নির্মাণ করা হয়। এ বাজারটি প্রতি বছর ইজারা দিয়ে লাখ লাখ টাকা সরকারীভাবে আদায় হচ্ছে। বর্তমানে এ বাজারের ১শতাংশ জমিও দখল মুক্ত নয়, পুরো বাজারই অবৈধ ভাবে দখল করে রেখেছে স্থানীয় তালুকদার পরিবার ও প্রভাবশালীরা। মাছের বাজারের জন্য নির্মিত সি,আই সেড দখল করে অফিস বানিয়েছে সিডস্টোর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি। স্থানীয় তালুকদার পরিবার ও কিছু প্রভাবশালী লোকজন প্রভাব খাটিয়ে বাজারের জমিতে পাকা ঘর বানিয়ে বানিয়ে মোটা অংকের টাকা নিয়ে বিক্রি করে দিয়েছে। পাকা ঘর নির্মাণ শেষে অবশিষ্ট খালি জমিতে টিনের ছাপরা বানিয়ে ভাড়া দিয়ে দিয়েছে। বর্তমানে আকতার তালুকদার ওই জমিতে টিনের ছাপরা নির্মাণ করলে ব্যবসায়ি সমিতির পক্ষ থেকে বাজারের জমি দখলের অভিযোগ এনে উপজেলা নির্বাহী   অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করে। সরেজমিনে গিয়ে দেখা যায়, বাজারের জায়গায় চায়ের দোকানদার সুখেন, কামার অর্জুন ও শ্যামল জানান. তারা প্রতিমাসেই মোবারক তালুকদারকে যথাক্রমে ৯শত,৭শত ও ৫শত টাকা ভাড়া দিচ্ছি। রুটি ব্যবসায়ি নজর আলী জানান, তিনি আকতার তালুকাদারকে প্রতি মাসে ৪শত টাকা করে ভাড়া দেন। এ ছাড়াও ইতিপূর্বে শাহাব উদ্দিন তালুকাদার, সাঈদ তালুকদার তার আত্বীয় স্বজনরা বাজারের জায়গায় দখল করে দোকান ঘর   নির্মাণ করে মোটা অংকের টাকায় সরকারী জমি বিক্রি করে দেয়। অপর এক সুত্র জানায় অবৈধ দখলদাররা এ পর্যন্ত ২৫/৩০ দোকান বিক্রি করে দিয়েছে। রফিক তালুকদার ওই জায়গায় ইটের দেয়াল করে জুতার দোকান দিয়ে ব্যবসা করছেন। রফিক তালুকদার অভিযোগ করেন, বাজার সমিতির সহ- সভাপতি মুঞ্জুরুল হক ও সদস্য আনছারুল হক আমাদের কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করলে আমরা টাকা না দেয়ায় তাঁরা ইউএনও বরাবর অভিযোগ দিয়েছে।  মাছের বাজারের জন্য নির্মিত সি,আই সেডটি সিডস্টোর বাজার ব্যবসায়ি সমিতির অফিস হিসাবে ব্যবহার করেছে। মাছ বাজার চলে গিয়েছে বক্তি মালিকানাধিন মার্কেটে। এখন গরুর বাজার বসে বাজারের দক্ষিণে মহা সড়কের পাশে ভাড়ায় বসে গরুর বাজার।  সিডস্টোর বাজারের জমি দখল করে নেয়ার পর টুয়া বাজারের ক্ষুদ্র ব্যবসায়ি ও চাষীদের উৎপাদিত পণ্য নিয়ে নির্মাণাধিন ফোরলেন ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের একাংশে উপর প্রতিদিনই বসছে। সিডস্টোর বাজারটি যদিও সপ্তাহের শুক্র ও   সোমবারের বসার কথা। এলাকাটিতে শিল্প কারখানা গড়ে উঠায় বর্তমানে এলাকায় হাজার হাজার শ্রমিক বসবাস করে। ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও কাঁচা বাজার কেনাকাটার জন্য শ্রমিকরা প্রতিদিন সন্ধ্যায় বাজারটিতে ভিড় জমায়। ফলে প্রতিদিন বিকালে থেকে রাত পর্যন্ত ক্ষুদ্র ব্যবসায়ি ও কৃষকরা তাদের পণ্য নিয়ে মহা সড়কের উপরে বসায় প্রতিনিয়তই সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। এ পর্যন্ত ২জন নিহত হয়েছেন আহত হয়েছেন বেশ কয়েকজন। কাঠালের মওসুমে রাস্তার পাশে কাঠালের আড়ৎ বসায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে ঘন্টা পর ঘন্টা রাস্তা বন্ধ থাকে। এ সময় যাত্রীদের অসম্ভব দুর্ভোগ পাহাতে হয়। ছাত্রলীগ ও বিএনপির নেতারা মহাসড়কের পাশে সড়ক ও জনপথের জায়গায় দখল করে যে যার মতো অংশ ভাগ করে প্রায় ৮/১০লাখ টাকা ভাড়া তোলে খাচ্ছে বলে বাজার ব্যবসায়িরা অভিযোগ করেন। ব্যবসায়িরা আরও অভিযোগ করেন, সওজের দখল করা জায়গায় প্রায় ২৫০টি দোকান হবে। এ দোকান থেকে ১হাজার থেকে ৮ হাজার টাকা করে নেতারা ভাড়া আদায় করে তোলে খাচ্ছেন। মোটা অংকের টাকা জামানত নিয়ে ভাড়া দিয়েছে। সওজের পান সুপারি ব্যবসয়ি সবুজ বলেন, হবিরবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেনকে আমি, আমিরুল ও মালেক সহ ন্যুনতম ১হাজার সর্বোচ্চ ২হাজার টাকা করে প্রতি মাসে ভাড়া দেই। কাঁচামাল ব্যবসায়ি আল আমীন ও চা দোকান দার ইসমাঈল বলেন, অগ্রিম ৩৫ হাজার টাকা দিয়ে শিমুলের কাছ থেকে ভাড়া নিয়েছি। যথাক্রমে ৬ ও ৪ হাজার টাকা করে প্রতিমাসে ভাড়া দেই। হবিরবাড়ি ইউনিয়ন শধমিকদলের সভাপতি আজিজুল ফারুক মুক্তা, বিএনপি নেতা ফালু, সাকিল ঢালী, রমজান ডিলার, সিরাজ, সুলতান ও সোহরাব হোসেন সহ দু’দলের মিলিয়ে ১২/১৫ জনের একটি সিন্ডিকেট সওজের জায়গায় ভাড়া দিয়ে আড়াই শতাধিক দোকান থেকে প্রতিমাসে প্রায় ৬ লাখ টাকার অধিক ভাড়া আদায় করছে।  ফালুর সাথে কথা বললে তিনি বলেন, আমি কোন দোকান ভাড়া তোলে খাইনা। আমি ১২/১৩ বছর পূর্বে রাস্তার পাশের নিচু জমি ভরাট করে কাঠালের আড়ৎ দিয়ে ছিলাম।  তালুকাদার পরিবারের পক্ষ থেকে শাহাব উদ্দিন তালুকাদারের সাথে কথা বলেল তিনি জানান, আমার পিতা শামছুদ্দিন তালুকদার আর,ও, আর মুলে হবিরবাড়ি মৌজার ৯নং দাগে ৩০একর ৫৩শতাংশ জমির মালিক। ১৯৭৬সালে আমার পিতা ২ একর ৮শতাংশ জমির ক্ষতি পুরণ দাবি করে সরকারের পক্ষ থেকে যে টাকা বরাদ্দ হয় সেই টাকা আমার পিতা উত্তোলন করেননি। পরবর্তীতে ওই দাগের অন্য অংশ থেকে আমরা আমাদের জমি বুঝে নেই। এ বাজারে আমাদের কোন জমি নেই। বর্তমানে এ বাজারে যে জমি রয়েছে সেটি খাস ও বনের।  ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির আলমগীর হোসেন ভাড়ার টাকার কথা নেয়ার কথা অস্বীকার করেন।   সিডস্টোর ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক গাজী লাল মাহমুদ জানান, সাবেক উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে অনুমিত নিয়ে সেডটি সমিতির অফিস হিসাবে ব্যবহার করছি। আজিজুল ফারুক মুক্তা বলেন, সড়ক ও জনপথ আমাদের ৭ জনের কাছ থেকে ১৯শতাংশ জমি অধিগ্রহণ করেছে। আমরা এখনো পর্যন্ত ক্ষতিপূরণ ও অধিগ্রহনের টাকা পাইনি। কাজেই আমরা আমাদের ঘর থেকে ভাড়া নিচ্ছি। হবিরবাড়ি রেঞ্জ অফিসার জামিল আহম্মেদ খান সিডস্টোর বাজার প্রায় পুরোটাই বনের দাবি করে বলেন, যারা বনের জমি দখল করে মার্কেট নির্মাণ করে রেখেছে তা উচ্ছেদের প্রক্রিয়াধিন রয়েছে। সড়ক জনপথ ভারপ্রাপ্ত উপ-বিভাগী প্রকৌশলী মামুনুর রশিদ বলেন, বর্তমানে ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের ফোরলেন কাজ চলায় সড়ক ও জনপথ কারিগড়ি বিভাগের দেখা শুনার দায়িত্ব। উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদার বলেন, আমি একটি অভিযোগ পেয়েছি। সেটি সহকারী কমিশনার (ভূমি) কে তদন্ত করার জন্য দেয়া হয়েছে। সেখানে   উপজেলা প্রশাসনের কোন জমি না থাকায় আমরা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা যাচ্ছে না। যদি সড়ক-জনপথ ও বন বিভাগের পক্ষ থেকে আমাদের কাছে অবৈধ উচ্ছেদের আবেদন করলে সেটি খুব শীঘ্রই ব্যবস্থা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020 SwadeshNews24
Site Customized By NewsTech.Com