1. ccadminrafi@gmail.com : Writer Admin : Writer Admin
  2. 123junayedahmed@gmail.com : জুনায়েদ আহমেদ, সম্পাদনায়-আরজে সাইমুর : জুনায়েদ আহমেদ, সম্পাদনায়-আরজে সাইমুর
  3. swadesh.tv24@gmail.com : Newsdesk ,স্বদেশ নিউজ২৪.কম : Newsdesk ,স্বদেশ নিউজ২৪.কম
  4. swadeshnews24@gmail.com : নিউজ ডেস্ক, স্বদেশ নিউজ২৪.কম, সম্পাদনায়-আরজে সাইমুর: : নিউজ ডেস্ক, স্বদেশ নিউজ২৪.কম, সম্পাদনায়-আরজে সাইমুর:
  5. hamim_ovi@gmail.com : Rj Rafi, সম্পাদনায়- সাইমুর রহমান : Rj Rafi, সম্পাদনায়- সাইমুর রহমান
  6. skhshadi@gmail.com : শেখ সাদি, সম্পাদনায়-সাইমুর রহমান: : শেখ সাদি, সম্পাদনায়-সাইমুর রহমান:
  7. srahmanbd@gmail.com : এডমিন, সম্পাদনায়- সাইমুর রহমান : এডমিন, সম্পাদনায়- সাইমুর রহমান
  8. sumaiyaislamtisha19@gmail.com : তিশা, সম্পাদনায়-সাইমুর রহমান : তিশা, সম্পাদনায়-সাইমুর রহমান
ইউরোপের বন্ধ দুয়ার খুলছে - Swadeshnews24.com
শিরোনাম
সোনার দাম আরও কমল রাজধানীতে পানি, স্যালাইন ও শরবত বিতরণ বিএনপির জায়েদ খানের এফডিসিতে ফেরা হবে কিনা, জানালেন ডিপজল কক্সবাজার জেলায় কত রোহিঙ্গা ভোটার, তালিকা চেয়েছেন হাইকোর্ট সিনেমা হলে দেওয়া হচ্ছে টিকিটের সঙ্গে ফ্রি বিরিয়ানি ঢাকায় বড় জমায়েত করতে চায় বিএনপি ১৫ বছর পর নতুন গানে জেনস সুমন যশোরে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অভিযোগ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা-ডিপজল প্যানেলের জয়লাভ গোবিন্দগঞ্জে অটোচালক দুলা হত্যার মূল আসামি আটক চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শুরু পলাশবাড়ীতে উপজেলা নির্বাচনে অনলাইন মনোনয়নপত্র দাখিলের বিষয়ে সম্ভাব্য প্রার্থীদের সাথে মতবিনিময় ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পদক্ষেপ নিলেই বিএনপি বলে বিরোধীদল দমন’ এবার বুবলী-শাকিবের ‘কোয়ালিটি টাইম’ নিয়ে মুখ খুললেন অপু বাংলাদেশের সফলতা চোখে পড়ার মতো: সিপিডির রেহমান সোবহান

ইউরোপের বন্ধ দুয়ার খুলছে

  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০১৫
  • ২৮৮ Time View
ইউরোপীয় কমিশনের ডিজি-স্যানটের কর্মকর্তা স্টিফেন আন্দ্রের দেওয়া চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পরীক্ষামূলকভাবে পানের চালান পাঠানো যেতে পারে
ইউরোপীয় কমিশনের ডিজি-স্যানটের কর্মকর্তা স্টিফেন আন্দ্রের দেওয়া চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পরীক্ষামূলকভাবে পানের চালান পাঠানো যেতে পারে

ইউরোপীয় কমিশনের ডিজি-স্যানটের কর্মকর্তা স্টিফেন আন্দ্রের দেওয়া চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পরীক্ষামূলকভাবে পানের চালান পাঠানো যেতে পারে

এক বছরের বেশি সময় ধরে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে বন্ধ থাকা পানের রপ্তানি আগামী জুলাই থেকে আবার শুরু হতে যাচ্ছে। এমন আভাসই মিলেছে ইইউর এক চিঠিতে।
বাংলাদেশ সরকার ও রপ্তানিকারকেরা পান থেকে ক্ষতিকর ব্যাকটেরিয়া স্যালমোনেলা মুক্ত করার পদ্ধতি উদ্ভাবন এবং তা ইইউর জুতসই মনে হওয়ায় রপ্তানির এই বন্ধ দুয়ার খুলতে যাচ্ছে বলে আশাবাদী ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাসও।
ওই দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর তপন কান্তি ঘোষ গত ৯ ফেব্রুয়ারি সরকারের বিভিন্ন দপ্তরে পাঠানো এক চিঠিতে বলেছেন, ‘বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি মানসম্মত পান রপ্তানির নিশ্চয়তা দিতে পারে, তাহলে ২০১৫ সালের জুলাই থেকে বাংলাদেশের পান আমদানির নিষেধাজ্ঞার মেয়াদ না বাড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে ইইউ।’
তপন ঘোষের চিঠিটি পাঠানো হয় ইউরোপীয় কমিশনের (ইসি) স্বাস্থ্য ও ভোক্তা সুরক্ষা বিভাগের (ডিজি-স্যানটে) কর্মকর্তা স্টিফেন আন্দ্রের চিঠির পরিপ্রেক্ষিতে, যা তপন ঘোষকে পাঠানো হয়। ওই চিঠিতে বলা হয়, বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পরীক্ষামূলকভাবে পানের চালান পাঠানো যেতে পারে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত ৮ ফেব্রুয়ারি পান রপ্তানি নিয়ে ইউরোপীয় কমিশনের ডিজি-স্যানটে এবং খাদ্য ও প্রাণিবিষয়ক কার্যালয়ের (এফভিও) কর্মকর্তাদের সঙ্গে কৃষি মন্ত্রণালয়ে একটি ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। কনফারেন্সে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু, অতিরিক্ত কৃষিসচিব আনোয়ার ফারুক এবং বাংলাদেশ ফল সবজি এবং এ-সংক্রান্ত পণ্য রপ্তানিকারক সমিতির (বিএফভিএপিইএ) উপদেষ্টা মনজুরুল ইসলাম ইসি কর্তৃপক্ষকে বোঝাতে সক্ষম হন যে তারা পান থেকে স্যালমোনেলা ব্যাকটেরিয়া দূর করতে পেরেছেন। আবার চুক্তিভিত্তিক চাষ (কন্ট্রাক্ট ফার্মিং) ও ফাইটোসেনেটারি সনদের ভিত্তিতে মানসম্মত পান রপ্তানির নিশ্চয়তা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতেই মনোভাবে পরিবর্তন এসেছে ইইউর।
এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশে ইইউর কার্যালয়ের বাণিজ্য উপদেষ্টা জিল্লুল হাই রাজী প্রথম আলোকে বলেন, ‘ওই ভিডিও কনফারেন্সে বাংলাদেশ স্যালমোনেলা ব্যাকটেরিয়া দূর, রাসায়নিক ব্যবহার না করা, চুক্তিভিত্তিক পান চাষ শুরুসহ বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছে। ফলে কনফারেন্সে ইউরোপীয় কমিশনের কর্মকর্তারা ইতিবাচক মনোভাব দেখান। তবে তাঁরা প্রতিশ্রুত বিষয়গুলোর তথ্যাদিও চেয়েছেন। এসব পরীক্ষা-নিরীক্ষা করবেন বিশেষজ্ঞরা। তারপরই সিদ্ধান্ত আসবে। নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হবে কি না, তা এখনই বলা যাচ্ছে না।’
অবশ্য রপ্তানিকারক সমিতির উপদেষ্টা মনজুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ভিডিও কনফারেন্সের পর ইইউর কাছ থেকে যে চিঠি পেয়েছি, তাতে আমরা আশাবাদী যে আগামী জুলাই থেকে আর রপ্তানি নিষেধাজ্ঞা থাকবে না। প্রাথমিকভাবে আমরা যুক্তরাজ্যে পরীক্ষামূলক চালান পাঠাব। সব ঠিকঠাক থাকলে ইউরোপের সব দেশেই পান রপ্তানি শুরু হবে।’
প্রসঙ্গত, ইউরোপে রপ্তানি হওয়া পানের ৮০-৮৫ শতাংশই যায় যুক্তরাজ্যে।
স্যালমোনেলা ব্যাকটেরিয়ার অস্তিত্ব পাওয়ায় ইইউর র্যাপিড অ্যালার্ট সিস্টেম ফর ফুড অ্যান্ড ফিড (আরএএসএফএফ) গত বছরের ২৯ জুলাই বাংলাদেশ থেকে পান আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এর মেয়াদ শেষ হবে আগামী ৩০ জুন। এর আগে গত বছরের ১৩ ফেব্রুয়ারি প্রথম দফায় পান আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করে ইইউ। মেয়াদ ছিল সে বছরের ৩১ জুলাই পর্যন্ত। ওই নিষেধাজ্ঞার মেয়াদই পরে বাড়ানো হয়।
সূত্র বলছে, ইইউর বড় উদ্বেগের জায়গা ছিল পান থেকে আসলেই স্যালমোনেলা ব্যাকটেরিয়া দূর হয়েছে কি না। ভিডিও কনফারেন্সে এ বিষয়ে তাদের আশ্বস্ত করা হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বাহানুর রহমানের উদ্ভাবিত পদ্ধতিটি সম্পর্কে ধারণা দেওয়া হয়। এ পদ্ধতিতে খাওয়ার পানির সঙ্গে উদ্ভাবিত মিল্ড অর্গানিক এজেন্ট ‘স্যালমোসান’ মিশিয়ে পানকে স্বাস্থ্যসম্মতভাবে ধুয়ে নিতে হয়। এর মধ্য দিয়ে সেই পান স্যালমোনেলা মুক্ত হবে। এরপর ওই অর্গানিক উপাদানটি দূর করতে পানটি আবার খাওয়ার পানি দিয়ে ধুতে হবে।
কনফারেন্সে আরও আশ্বস্ত করা হয় যে ইইউতে শুধু নিবন্ধিত রপ্তানিকারক ও চুক্তিভিত্তিক চাষির উৎপন্ন করা পানই রপ্তানি করা হবে। ব্রাসেলসের দূতাবাসের চিঠিতে বলা হয়, এসব পদক্ষেপ ইইউর কর্মকর্তাদের সন্তুষ্ট করছে।
জানা যায়, ব্যাকটেরিয়ামুক্ত পান চাষের বিষয়ে গত নভেম্বরে কুষ্টিয়ার ১০০ জন চাষিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রপ্তানিকারক সমিতির অর্থায়নে প্রশিক্ষণের আয়োজন করে ডিএই, বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল এবং ইপিবি।
কৃষি মন্ত্রণালয় বলছে, রাসায়নিক ব্যবহার না করে উৎপাদিত পণ্যের মান বাড়াতে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ বিষয়ে গত ২৬ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ে একটি সভাও অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয়, পান উৎপাদনকারী জেলাগুলোর চাষিদের সঙ্গে মন্ত্রণালয় চুক্তি করবে। উৎপাদনের বিভিন্ন পর্যায়ে পানের মান ঠিক রাখার বিষয়ে চাষিদের পরামর্শ দেবে ডিএই।
সবজি রপ্তানিকারক সমিতির তথ্য অনুযায়ী, দেশ থেকে রপ্তানি হওয়া পানের অর্ধেকই যায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। ৪৫ শতাংশ যায় ইউরোপে। পানের আলাদা এইচএস কোড নেই। পান রপ্তানি হয় ফুল ও পাতা (কাট ফ্লাওয়ার অ্যান্ড ফলিয়েজ) বিভাগের আওতায়। রপ্তানিকারকেরা বলছেন, ফুল ও পাতার আওতায় যত পণ্য রপ্তানি হয়, তার ৯০ শতাংশই হচ্ছে পান।
ইপিবির তথ্য অনুযায়ী, ২০১৩-১৪ অর্থবছরে ফুল ও পাতা রপ্তানি হয় তিন কোটি ৯৩ লাখ ডলারের। ২০১২-১৩ অর্থবছরে ৪ কোটি ১৪ লাখ, ২০১১-১২ অর্থবছরে ৫ কোটি ৪ লাখ এবং ২০১০-১১ অর্থবছরে ৪ কোটি ২৮ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020 SwadeshNews24
Site Customized By NewsTech.Com