1. ccadminrafi@gmail.com : Writer Admin : Writer Admin
  2. 123junayedahmed@gmail.com : জুনায়েদ আহমেদ, সম্পাদনায়-আরজে সাইমুর : জুনায়েদ আহমেদ, সম্পাদনায়-আরজে সাইমুর
  3. swadesh.tv24@gmail.com : Newsdesk ,স্বদেশ নিউজ২৪.কম : Newsdesk ,স্বদেশ নিউজ২৪.কম
  4. swadeshnews24@gmail.com : নিউজ ডেস্ক, স্বদেশ নিউজ২৪.কম, সম্পাদনায়-আরজে সাইমুর: : নিউজ ডেস্ক, স্বদেশ নিউজ২৪.কম, সম্পাদনায়-আরজে সাইমুর:
  5. hamim_ovi@gmail.com : Rj Rafi, সম্পাদনায়- সাইমুর রহমান : Rj Rafi, সম্পাদনায়- সাইমুর রহমান
  6. skhshadi@gmail.com : শেখ সাদি, সম্পাদনায়-সাইমুর রহমান: : শেখ সাদি, সম্পাদনায়-সাইমুর রহমান:
  7. srahmanbd@gmail.com : এডমিন, সম্পাদনায়- সাইমুর রহমান : এডমিন, সম্পাদনায়- সাইমুর রহমান
  8. sumaiyaislamtisha19@gmail.com : তিশা, সম্পাদনায়-সাইমুর রহমান : তিশা, সম্পাদনায়-সাইমুর রহমান
প্রহসন আর সর্বশ্রেষ্ঠ নির্বাচনে এগিয়ে আওয়ামী লীগ - Swadeshnews24.com
শিরোনাম
সিনেমা হলে দেওয়া হচ্ছে টিকিটের সঙ্গে ফ্রি বিরিয়ানি ঢাকায় বড় জমায়েত করতে চায় বিএনপি ১৫ বছর পর নতুন গানে জেনস সুমন যশোরে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অভিযোগ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা-ডিপজল প্যানেলের জয়লাভ গোবিন্দগঞ্জে অটোচালক দুলা হত্যার মূল আসামি আটক চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শুরু পলাশবাড়ীতে উপজেলা নির্বাচনে অনলাইন মনোনয়নপত্র দাখিলের বিষয়ে সম্ভাব্য প্রার্থীদের সাথে মতবিনিময় ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পদক্ষেপ নিলেই বিএনপি বলে বিরোধীদল দমন’ এবার বুবলী-শাকিবের ‘কোয়ালিটি টাইম’ নিয়ে মুখ খুললেন অপু বাংলাদেশের সফলতা চোখে পড়ার মতো: সিপিডির রেহমান সোবহান চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের পরিবেশ নিয়ে যা বললেন নিপুণ তালিকা দিতে না পারলে ফখরুলকে ক্ষমা চাইতে বললেন ওবায়দুল কাদের প্রকাশিত হলো দিদারের ‘বৈশাখ এলো রে এলো বৈশাখ’ আ.লীগের মতো ককটেল পার্টিতে বিশ্বাসী নয় বিএনপি: রিজভী

প্রহসন আর সর্বশ্রেষ্ঠ নির্বাচনে এগিয়ে আওয়ামী লীগ

  • Update Time : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫
  • ৩৭৭ Time View

Electionকিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পৌর নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। তবে নির্বাচনের সার্বিক যে চিত্র পাওয়া গেছে তাতে ক্ষুব্ধ বিএনপি নেতারা এ নির্বাচনকে ‘প্রহসন’ বলছেন। সংসদের বিরোধী দল জাতীয় পার্টির অভিযোগ,‘ভোট ডাকাতি’ হয়েছে। আর সরকারী দল আওয়ামী লীগ বলছে, এ নির্বাচন ছিল ইতিহাসের ‘সর্বশ্রেষ্ঠ’ নির্বাচন।

এদিকে, অভিযোগ পাল্টা অভিযোগ যাই থাকুকনা কেন, ফলাফলে এগিয়ে রয়েছে আওয়ামী লীগ। এ পর্যন্ত পাওয়া ২২৬টি আসনের মধ্যে বেসরকারি ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ পেয়েছে১৭০টি, বিএনপি১৯টি, অন্যান্য দল পেয়েছে২৭টি আসন(রাত পৌনে ১১টায় পর্যন্ত যমুনা টিভিথেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী)।

এই পৌর নির্বাচনকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর ‘প্রহসন’ হিসেবে অভিহিত করেছেন। মোট ১৫৭টি পৌরসভাতেই ব্যাপক কারচুপি হয়েছে বলে বিএনপির দাবি।

দলটির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেন,‘প্রতিটি পৌরসভায় কারচুপি হয়েছে, দখলদারি হয়েছে, এবং তা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সামনেই। নির্বাচনের নামে প্রহসন হয়েছে। আমরা আগেই বলেছিলাম এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারেনা … নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে।’

এ প্রেক্ষাপটে নির্বাচন প্রত্যাখ্যান করবেন কিনা এমন প্রশ্নের জবাবে বিবিসিকে ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সেই সিদ্ধান্ত এখনই নয়। পুরো ফলাফল দেখে, দলের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

নির্বাচন সুষ্ঠু হবেনা জেনেও কেন অংশ নিলেন, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি সবসময়ই স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছে, ভবিষ্যতেও নেবে।

এদিকে, ফলাফলে পিছিয়ে থাকায় পরবর্তী সিদ্ধান্ত জানাতে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার রাত সাড়ে ৯টায় গুলশানে খালেদার কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

অপরদিকে, বিএনপির অভিযোগ নাকচ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মাহবুবুল আলম হানিফ বলেছেন, ‘এখন পর্যন্ত বাংলাদেশে যত স্থানীয় সরকার নির্বাচন হয়েছে, তার মধ্যে আজকের নির্বাচন ছিল সবচেয়ে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু।’

তিনি বলেন, ‘‘বিএনপি শুরু থেকেই ‘অসত্য, বিভ্রান্তিকর’ তথ্য দিয়ে এই নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করে আসছে।তাদের মূল লক্ষ্য এই নির্বাচন কমিশনকে বিতর্কিত করা।’’

বিভিন্ন জায়গায় যেসব সহিংসতা হয়েছে সেগুলো, তার মতে, স্থানীয় পর্যায়ে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে সামাজিক দ্বন্দ্বের প্রতিফলন।

নির্বাচনে তৃতীয় বৃহত্তম দল জাতীয় পার্টি বলছে, নির্বাচনে ১৭৬টি ভোটকেন্দ্র থেকে আওয়ামী লীগ মেয়র প্রার্থীদের সমর্থকরা জাতীয় পার্টির (জাপা) এজেন্টদের বের করে দিয়েছে। একই সঙ্গে নির্বাচনে ভোট ডাকাতি ও ব্যাপক অনিয়ম হয়েছে বলেও অভিযোগ করেছে জাপা।

দেশের ২৩৪টি পৌরসভায় সকাল ৮টায় নির্বাচন শুরু হয়ে শেষ হয়েছে বিকেল ৪টায়। বাংলাদেশে এই প্রথম পৌর নির্বাচন দলীয়ভাবে অনুষ্ঠিত হয়েছে।

দুই দলের নেতারা ঢাকায় যার যার কেন্দ্রীয় কার্যালয়ে বসে অভিযোগ, পাল্টা অভিযোগ ও তর্কযুদ্ধে মেতে ওঠেন। ভোটের পরিবেশ নিয়ে বিএনপির পরই সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ। বিএনপি নির্বাচন কমিশনে গেলে আওয়ামী লীগও যায়। তর্কযুদ্ধ থাকলেও শেষ পর্যন্ত নির্বাচন বয়কট করেনি বিএনপি-জাতীয় পার্টির কেউ।

কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার জেরে আওয়ামী লীগ-বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের মেয়র কাউন্সিলর প্রার্থীদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর খবর পাওয়া গেছে। আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায়ও নির্বাচিত হওয়ার খবরও পাওয়া গেছে।

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ দলীয় সাত মেয়র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তবে ওই সাত পৌরসভায় বুধবার সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ভোট গ্রহণ হয়েছে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আওয়ামী লীগ মনোনীত মেয়ররা হলেন- চাঁদপুরের ছেংগারচরে মো. রফিকুল ইসলাম, ফেনীর পরশুরামে নিজামউদ্দিন আহমেদ চৌধুরী, ফেনীতে হাজি আলাউদ্দিন, নোয়াখালীর চাটখিলে মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী, জামালপুরের মাদারগঞ্জে মির্জা গোলাম কিবরিয়া (কবির), পিরোজপুরে মো. হাবিবুর রহমান মালেক ও গোপালগঞ্জের টুংগীপাড়ায় শেখ আহম্মেদ হোসেন মির্জ্জা।

এ ছাড়া সারাদেশে সাধারণ কাউন্সিলর পদে ৯৪ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪০ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সারা দেশে মোট ভোটকেন্দ্র তিন হাজার ৫৫৫টি। এর মধ্যে ৩১টি কেন্দ্রের ভোট স্থগিতের খবর পাওয়া গেছে। এ ছাড়া বেশ কয়েকটি জায়গায় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থীরা ভোট বর্জন করেছেন।

বিভিন্ন অনিয়মের অভিযোগে নরসিংদীর মাধবদী পৌরসভার নির্বাচন বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ব্যালট পেপার ছিনতাই, জোরপূর্বক ব্যালটে সিল এবং সংঘর্ষের ঘটনায় নরসিংদীর মাধবদী পৌরসভা নির্বাচনে চারটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেন সেখানকার রিটার্নিং কর্মকর্তা।

হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে ৫টি ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনার পর ভোট কেন্দ্রগুলো শূন্য হয়ে পড়ে। বুধবার সকাল ১১ টা থেকে পৌরসভার শায়েস্তাগনগর আবাসিক এলাকা থেকে ককটেল বিস্ফোরণের মধ্যে দিয়ে ভোট কেন্দ্রগুলোতে সংঘর্ষের ঘটনা শুরু হয়।

নির্বাচনে দায়িত্ব অবহেলার দায়ে চট্টগ্রামের চন্দনাইশে স্থগিত হওয়ার তিন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত তিন পুলিশ কর্মকর্তা ও মাদারীপুরের কালকিনির দুই কেন্দ্রের দুই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভা নির্বাচনে গোবিন্দগঞ্জ মহিলা কলেজ কেন্দ্রের বাইরে তিন কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুপুর সাড়ে ১২ টার দিকে পুলিশ ৬ রাউন্ড শটগানের গুলি ছোঁড়ে। সংঘর্ষে আহত রাজ্জাক ও লুৎফর নামের আহত দুইজন গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

হবিগঞ্জ পৌরসভার সার্কিট হাউজ রোড এলাকায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম এবং স্বতন্ত্র মেয়র প্রার্থী মিজানুর রহমান মিজানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনার পর ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।

ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সরকার দলীয় লোকজন ভোটকেন্দ্রে প্রবেশ করে ব্যালট বাক্স ভাঙচুরের ঘটনায় ঐ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।দুপুর সাড়ে ১২টায় কেন্দ্রটিতে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

নোয়াখালীর হাতিয়া পৌরসভার চর কৌলাশ ও চরলিটিয়া ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও সাবেক কমিশনার কামাল উদ্দিনের বাড়িতে কয়েক রাউন্ড গুলি ও ককটেল হামলার ঘটনা ঘটে। বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

সোনারগাঁও পৌরসভার জিআর ইনস্টিটিটিউট কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত মেয়প্রার্থীর সঙ্গে দলের বিদ্রোহী মেয়রপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ওসি আহত হন। দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পৌর নির্বাচনে হবিগঞ্জ জেলা পরিষদ কেন্দ্রে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটে। ওই ভোটকেন্দ্রের সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের লাঞ্ছিত করে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৌরসভা নির্বাচন বর্জন করেন বিএনপি ও স্বতন্ত্র দুই জন মেয়র প্রার্থী। ভোটগ্রহণ শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই ভোট বর্জনের ঘোষণা দেন ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী মো. মনতাজ মিঞা এবং স্বতন্ত্র প্রার্থী ‘মোবাইল ফোন’ প্রতীকের সৈয়দ মশিউর রহমান বাবুল ও নারিকেল গাছ প্রতীকের সোহেল ভূঁইয়া।

মুন্সিগঞ্জের ইদ্রাকপুরে পৌর নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১২ জন আহত হন।

চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হন। বুধবার সাতকানিয়া সরকারি কলেজ কেন্দ্রের বাইরে হোস্টেল মাঠে কাউন্সিলর প্রার্থী মোজাম্মেল হক ও মনিরুল ইসলামের সমর্থকদের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে। তারা দুজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

বরগুনা পৌরসভার গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে উত্তেজিত জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষে সদর থানার ওসি, প্রিজাইডিং অফিসার এবং সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হন।

কুমিল্লার লাকসাম পৌরসভার ধামুইচা এলাকায় ভোট ‍দিতে বাধা দেয়ায় দেশীয় অস্ত্রসহ পাঁচ যুবককে আটক করে পুলিশ।

জামালপুরের দেওয়ানগঞ্জে পৌরসভা নির্বাচনে আব্দুল খালেক মেমোরিয়াল কলেজ ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ভোট শুরুর আগে ব্যালটে সিল দিয়ে রাখার অভিযোগে কুমিল্লার বরুড়া উপজেলার লতিফপুর এবং মাদারীপুরের কালকিনি উপজেলার কাষ্ঠগড় ও দক্ষিণ জোনারদণ্ডি তিনটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।

রাজশাহীর পুঠিয়া পৌরসভার একটি ভোটকেন্দ্র থেকে সন্দেহভাজন গতিবিধির অভিযোগে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের রিপোর্টার ও ক্যামেরাপার্সনসহ তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। মঙ্গলবার রাত ২টার দিকে পুঠিয়া থেকে তাদের আটক করা হয়। পরে দুই সাংবাদিককে থানায় হস্তান্তর করে বিজিবি সদস্যরা।

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার আসলাতুন চৌধুরী ফোরকানিয়া মাদ্রাসা ও গাছবাড়িয়া এ এন জে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। বুধবার সকালে পৌনে ৯টার দিকে এ নির্দেশ দেন নির্বাচন কমিশন সচিব।

চাঁদপুরের দক্ষিণ মতলব পৌরসভায় মেয়র প্রার্থী আওলাদ হোসেনের কর্মীদের বিরুদ্ধে ব্যালটবাক্স ছিনতাইয়ের অভিযোগ উঠে। এ সময় কেন্দ্রের পুলিশ ১৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020 SwadeshNews24
Site Customized By NewsTech.Com