1. ccadminrafi@gmail.com : Writer Admin : Writer Admin
  2. 123junayedahmed@gmail.com : জুনায়েদ আহমেদ, সম্পাদনায়-আরজে সাইমুর : জুনায়েদ আহমেদ, সম্পাদনায়-আরজে সাইমুর
  3. swadesh.tv24@gmail.com : Newsdesk ,স্বদেশ নিউজ২৪.কম : Newsdesk ,স্বদেশ নিউজ২৪.কম
  4. swadeshnews24@gmail.com : নিউজ ডেস্ক, স্বদেশ নিউজ২৪.কম, সম্পাদনায়-আরজে সাইমুর: : নিউজ ডেস্ক, স্বদেশ নিউজ২৪.কম, সম্পাদনায়-আরজে সাইমুর:
  5. hamim_ovi@gmail.com : Rj Rafi, সম্পাদনায়- সাইমুর রহমান : Rj Rafi, সম্পাদনায়- সাইমুর রহমান
  6. skhshadi@gmail.com : শেখ সাদি, সম্পাদনায়-সাইমুর রহমান: : শেখ সাদি, সম্পাদনায়-সাইমুর রহমান:
  7. srahmanbd@gmail.com : এডমিন, সম্পাদনায়- সাইমুর রহমান : এডমিন, সম্পাদনায়- সাইমুর রহমান
  8. sumaiyaislamtisha19@gmail.com : তিশা, সম্পাদনায়-সাইমুর রহমান : তিশা, সম্পাদনায়-সাইমুর রহমান
ভ্যালেটাইনস ডে’তে সিডি চয়েসের ১৯ এ্যালবাম! - Swadeshnews24.com
শিরোনাম
ভারতীয় পণ্য বর্জনের বিষয়ে যে সিদ্ধান্ত বিএনপির প্রতিটা নিঃশ্বাস যেন খুঁজছে তোমায়: পূজা চেরি প্রযোজককে এসিড নিক্ষেপের হুমকি, চিত্রনায়িকা পলির বিরুদ্ধে জিডি ছেলেদের সৌন্দর্য কিসে, জানালেন জায়েদ নিপুণের আবেদনে পেছাল ভোটের তারিখ, অসন্তুষ্ট মিশা ফরজ গোসল না করে সেহরি খেলে কি রোজা হবে? ৫৬ সেকেন্ডের ভিডিও, কোন সম্পর্কের ইঙ্গিত দিলেন বুবলী-রাজ রোজা রাখলে পাবেন ৫ উপকার ‘রিয়াজ এখন নিপুণের চামচা হয়ে গেছে, এটা খুব কষ্টের’ মধ্যবর্তী নির্বাচন প্রশ্নে যা বললেন ওবায়দুল কাদের বেশি কথা বললে সব রেকর্ড ফাঁস করে দেব: পররাষ্ট্রমন্ত্রী ‘খালেদা জিয়া একজন প্রকৃত মুক্তিযোদ্ধা’ রিজভীর ভারতীয় চাদর ছুড়ে ফেলা নিয়ে যা বললেন ওবায়দুল কাদের বুর্জ খলিফায় শাকিবের সিনেমার প্রচারে ব্যয় কত? বুবলী-পরীমনির দ্বন্দ্বের মাঝে অপু বিশ্বাসের রহস্যময় স্ট্যাটাস

ভ্যালেটাইনস ডে’তে সিডি চয়েসের ১৯ এ্যালবাম!

  • Update Time : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১৬০৪ Time View

CD choice valentines daySwadeshNews24.com: বিশ্ব ভালবাসা দিবসে দেশের সনামধন্য অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস এবার ১৯টি এ্যালবাম প্রকাশ করেছে। সময়ের সব জনপ্রিয় কন্ঠশিল্পীদের এ্যালবামগুলো ইতি মধ্যে বাজারে পাওয়া যাচ্ছে। সিডি চয়েসের কর্ণধার মি. জহিরুল ইসলাম সোহেল স্বদেশ নিউজ২৪.কমকে বলেন- বিশ্ব ভালবাসা দিবসের কথা ভেবেই সিডি চয়েস বিভিন্ন ধরনের এ্যালবাম বাজারে এনেছে। ভালবাসা দিবসে মনের মতো গান শ্রোতাদের কাছে পৌছে দেওয়ার চেষ্টা করেছে সিডি চয়েস। বাংলাদেশের জনপ্রিয় সুপারস্টার থেকে শুরু তরুন প্রজন্মের আলোচিত শিল্পীাদের নিয়ে এলবাম গুলোর কাছে করা হয়েছে। ইতিমধ্যেই কিছু গানের মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে যা শ্রোতা ও দর্শকদের মনে দোলা দিয়েছে ভালোবাসার আবেগে। সবাই বাংলা গান শুনুন বাংলা গানকে ভালবাসুন। আর সিডি চয়েস সব সময় নতুন শিল্পীদের পাশে ছিল আছে এবং আগামীতেও থাকবে। সবার সহযোগিতা ও ভালবাসা একান্ত কাম্য।

আপনি আপনার পছন্দের শিল্পীর গান এখন সংগ্রহ করুন।

১. মন কারিগর : ইমরান ও তাহসান এর ডুয়েট অ্যালবাম। মোট গান ৬টি। গনি লিখেছেন; রবিউল ইসলাম জীবন, সুর ও সংগীত: ইমরান মাহমুদুল। গানগুলি হচ্ছে; মন কারিগর, ধ্রুবতারা, কেউ না জানুক, আলো আশা, শোন তুমি, ভালোবাসি আমি।
২. ত্রিভূজ ভালোবাসা: কাজী শুভ, বেলাল খান, তৌসিফ এর মিক্সড অ্যালবাম। গান মোট ৩টি। গান লিখেছেন; হুমায়ূন কবির, রবিউল ইসলাম জীবন, রকিব হোসেন। গান গুলি হচ্ছে; এখনত সোনা বন্ধু, বিশ্বাস কর, হয়নি দেখা।
৩. ইশারার খামে; মিলন ও সাফায়েত এর ডুয়েট অ্যালবাম। গান মোট ৬ টি। গান লিখেছেন; রবিউল ইসলাম জীবন, ওমর ফারুক, এ.মিজান, ¯েœহাশীষ ঘোস, এ.আর. রহমান সজিব। সুর ও সংগীত: করেছেন; ইমরান মাহমুদুল, রেজোয়ান শেখ, এম.এম.পি রনি, মিলন ও সাফায়েত। গানগুলি হচ্ছে; ইশারার খামে, পাগলা, জানে মন জানে, বিভোর আমি, পিরিতির আগুন, এ সময় বাকী।
৪. ঘুম ভাঙাতে চাই: ¯েœহাশীষ ঘোষ এর কথায় মিক্সড অ্যালবাম। গান মোট ৮টি। শিল্পী: ন্যানসি, কাজী শুভ, শফিক তুহিন, তৌসিফ, অয়ন, মিলন, সাফায়েত, স্বরলিপি, আশফা, সাগর, নিশি, ইভান ইভু। সুর ও সংগীত করেছেন: মিলন, রেজোয়ান শেখ, এম.এম.পি রনি, সাগর, ইভান ইভু ও অয়ন চাকলাদার। গানগুলো হচ্ছে: ঘুম ভাঙাতে চাই, দ্বিধী, দেবেকি তোমার মন, ভালোবাসা যায় কিনা, দাবী, তোর সাথে কে বাস করে, নিয়তী, খবর লইলিনা।
৫. মন দিয়ে দেখো: রেজোয়ান শেখ এর সুর ও সংগীতে মিক্সড অ্যালবাম। গান লিখেছেন; রবিউল ইসলাম জীবন, অনুরূপ আইচ, ¯েœহাশীষ ঘোষ, সজিব শাহরিয়ার, আহমেদ কাউসার, রাকিব হাসান রাহুল। শিল্পী: শফিক তুহিন, কাজী শুভ, স্বরলিপি, ইলিয়াস হোসাইন, তৌসিফ, মিলন, নিশি, অয়ন, সাগর, সাফায়েত, রনি, অরিন, ফিদেল নাঈম। গান; চেয়েছি তোমায়, দূরে চলে গেলে, মন দিয়ে দেখ, চাই তোকে, প্রেম হচ্ছে, ধোয়াশা, তোর প্রেমে, যত ভাবি, দৃষ্টির অন্তরালে, তোরে ছাড়া।
৬. ওয়াদা; তানভীর তারেক সুর ও সংগীতে মিক্সড অ্যালবাম। গান লিখেছেন: তানভীর তারেক, অনুরূপ আইচ, রেজাউর রহমান রিজভী, জাহিদ আকবর, মাহমুদ মানজুর। মোট গান ৯টি। শিল্পী: তানভীর তারেক, পারভেজ , কাজী শুভ ও লিজা। গানগুলি হচ্ছে: ওয়াদা, তুমি রাগ করলে, শুণ্য শুণ্য লাগে, নয়না, মেঘ হয়ে যাবো, মেঘলা মন, ডুবো না ডুবো, ফেরাতে পারিনি।
৭. ভালো নেই; তৌসিফ এর একক অ্যালবাম ভালো নেই। সহ শিল্পী: পূজা ও লুইপা। গান লিখেছেন; অনুরূপ আইচ, রকিব হোসেন, সুনিল ঘোষ। মোট গান ৫টি। গানগুলি; ভালো নেই, চোখের তারা, দেখা হবেনা, আগের মতো, তুমি ছাড়া।
৮. রাজ; তানজীব সারোয়ারের কথা, সুর ও সংগীতে রাজ এর একক গান রাজ।
৯. মেঘলা মন; ড. আতিরউর রহমান এর কথা ও রাজন সাহা’র সুরে ফাহমিদার নবীর একক গান মেঘলা মন।
১০. অপেক্ষার পর; রবিউল ইসলাম জীবন এর কথা, বেলাল খান এর সুর ও সাজিদ সরকারের সংগীতে পূজা ও শোয়েব এর একক গান অপেক্ষার পর।
১১. লাভ মিক্স আদনান; আদনান এর সংগীতে মিক্সড অ্যালবাম। মোট গান; ১৩টি। গান লিখেছেন; ফিদেল নাঈম, সঞ্জিব চক্রবর্তী, আদনান, এনআই বুলবুল, আদিত্য রুপু, জিয়াউদ্দিন আলম, সাইদ রহমান, সাদ্দাম। শিল্পী: মিলন, সাগর, স্বরলিপি, সাফায়েত, অয়ন, ইভান ইভু, ফিদেল, আদনান, আনিসা, এস.ডি. প্রদীপ, রাজ রাজিব, সাদ্দাম, আরিয়ান, রোকন। উল্লেখ যোগ্য গান; অদৃশ্য সীমা, আকাশ, প্রেম কি, কি নেশা, জান রে বধুয়া।
১২. চাঁন্দের আলো; মিক্সড অ্যালবাম। গুনগুলো; চাঁন্দের আলা, তোরই মায়া, অবুঝ হৃদয়, টুকটুকির মা, শোননা তুমি, কি যে হাওয়া, সত্যি বলো, জনম জনম। গীতিকার: রবিউল ইসলাম জীবন, এইচ.এম.রিপন, ¯েœহাশীষ ঘোষ, সজীব। শিল্পী: কাজী শুভ, স্বরলিপি, বেলাল খান, মনি, মিলন, আরজে রাজু, সাফায়েত, সাগর, সজীব ও নিপা। সুর ও সংগীত: আহমেদ কিসলু, এম.এম.পি রনি, রেজোয়ান শেখ, রাফি, মিলন।
১৩. তোমারই কসম; মিক্সড অ্যালবাম। গানে নাম; তোমারই কসম, অন্তহীন, বলবো বলবো, বেঁচে আছি, অবশেষে, মন চায় তোকে, প্রিয়া, আশার চূড়া। মোট গান; ৮টি। শিল্পী: কাজী শুভ, আপন, ইলিয়াস হোসাইন, অরিন, মিলন, সাগর, সজীব, পিয়াস, অথৈ, স্বরলিপি। সুর ও সংগীত: হুমায়ূন কবির, রাফি, রেজোয়ান শেখ, মিলন, এম.এম.পি রনি, সাগর, নাফিস অনি । গান লিখেছেন; জাহিদ আকবর, ¯েœহাশীষ ঘোষ, রবিউল ইসলাম জীবন, সজীব রহমান, পিয়াস।
১৪. অচেনা ব্যাথা: মিক্সড অ্যালবাম। গান; এইতো কটাদিন, শ্রাবণ মেঘ, কিছু আশা, সময়, তুমি জানোনা, অদ্ভুত ভালোবাসা, তুমি ছাড়া, ভালোবাসা। শিল্পী: মিলন, সাগর, স্বরলিপি, সানি, ইমন, মামুন, সাজিদা পারশিয়া, মাহাবুব মিনের। গীতিকার: ¯েœহাশীষ ঘোস, রবিউল ইসলাম জীবন, সঞ্জিবন, ওমর ফারুক, সাজিদা পারশিয়া, সানি, কাজী শ্রাবন্তী, রিমি রোম্মান। সুর ও সংগীত: মিলন, রেজোয়ান শেখ, সাগর, সানি, মাহাবুব মিনেল, এম.এম.পি রনি।
১৫. সমীর মিক্সড ২০১৬: গীতিকার: শোমেস্বর অলি, শান, ফিরোজ কবির ডলার, আই.কে. রানা, ড. আতিউর রহমান, সুমিত, সমীর, এস.এ. রাশেদ, রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীত: সমীর, বেলাল খান, শান, ডলার, আমিনুল রাজু, লুৎফর হাসান, সুমিত। শিল্পী: বেলাল খান, কোনাল, ঝিলিক, শান, ফিরোজ কবির ডলা, শামস, লিস্পা লায়লা, শ্রাবন, সুমিত, সমীর, কর্ণিয়া, মারিয়া। গানের নাম: সুখের দেখা, শীতল জল, এ মনে কেন, কুয়াশা, আজও বৃষ্টি, খোলা চিঠি, চাঁদ সূর্য্য।
১৬. স্বপ্নপূরী; ডালিয়ার একক অ্যালবাম। গান লিখেছেন; কবির বকুল , সজীব শাহরিয়ার, রবিঊল ইসলাম জীবন, ড. আতিউর রহমান, ফিরোজ কবির ডলার, শোমেশ্বর অলি, মাসুম আউয়াল, লুৎফর হাসান, মেহেদী। সুর ও সংগীত: সমীর, বেলাল খান, ফিরোজ কবির ডলার, শোমেশ্বর অলি, লুৎফর হাসান, মেহেদী। সহ শিল্পী: বেলাল খান ও পুলক।
১৭. চাই তোরে: শাহীন খানের একক অ্যালবাম। গীতিকার: ড. বায়জীদ খুরশীদ রিয়াজ, সাহেদ, শাহীন খান। সুর ও সংগীত: সাহেদ ও শাহীন খান। সহ শিল্পী: স্বরলিপি ও মিতা মল্লিক। গানের শিরনাম; চাই তোরে, স্বর্গ থেকে, বৃষ্টি তুমি, যুগে যুগে, টুসিকে, মা, এক জীবন, পোড়া কপাল, টি-২০, বন্ধু তোরা, নীল আকাশ।
১৮. হীরা এক্সপ্রেস: হীরার একক অ্যালবাম: গান লিখেছেন আদিত্য রুপু। সুর ও সংগীত: অয়ন, আদিত্য রুপু, আদনান, সাহেদ, অথৈ। সহ শিল্পী: ফারাবী, স্বরলিপি, আনিসা ও তানজিনা রুমা।
১৯. চোখের প্রজাপতি: রিফাত এর একক অ্যালবাম। গীতিকার: আব্দুল কাদের মুন্না, হৃদয়, রিফাত, সাজ্জাদ রাফি, আমিন নেওয়াজ বাবা, ইলিয়াস সানি। সুর ও সংগীত: রিফাত, আমিন নেওয়াজ বাবা, রাফি, আবরাল সাহির, নাফিস অনি, অয়ন চাকলাদার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020 SwadeshNews24
Site Customized By NewsTech.Com