জলকণা নামের গানের শিরোনামে নতুন গান নিয়ে আসছেন অবন্তি সিঁথি। এই প্রথম বারের মত গানের পাশাপাশি নিজে অভিনয়ও করছেন মিউজিক ভিডিওতে। সজীব দাসের সুর-সঙ্গীত এবং ওয়ালিদ আহমেদের কথায় নতুন এই গানটি এই বৈশাখে দর্শকদের উপহার দিচ্ছেন সিঁথি। ক্লোজআপ -ওয়ান খ্যাত এই তারকা খুব আশাবাদী তার গান নিয়ে। ঢাকা ও সাভারের মনোরম লোকেশনে এর মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। সাদামাটা এন্টারটেইনমেন্টের ব্যানারে এই গানটির মিউজিক ভিডিও পরিচালনা করছেন ওয়ালিদ আহমেদ।
গান সম্পর্কে অবন্তি সিঁথি বলেন- “ নতুন ধরনের একটা মৌলিক গান এটা। সজীব দাদা(সজীব দাস) বরাবর মেলোডিয়াস গানের জন্য ভিন্নমাত্রায় জনপ্রিয় সঙ্গীত পরিচালক। তার সাথে কাজ করতে পেরে আমি অনেক কিছু শিখেছি। আর গানের কথার সাথে সুরের সমন্বয় ছিল দারুন। গানের মানুষ গান গাইবো। তবে ওয়ালিদ ভাই এর অনুপ্রেরণায় নিজেই অভিনয় করছে মিউজিক ভিডিওতে।
গানটির সঙ্গীত পরিচালক সজীব দাস বলেন- বৈশাখে আমার অনেক গুলো গান আসছে, কিন্তু অবন্তি সিঁথির এই সিঙ্গেল ট্র্যাকটি একটু আলাদা। মিষ্টি কন্ঠের জাদুতে সুরগুলো আরো প্রাণবন্ত হয়েছে। নতুন ধারার বাংলা গানে অবন্তি সিঁথি অচিরেই জায়গা করে নেবে। আমার প্রচেষ্টা সব সময় শুদ্ধ বাংলা গানের চর্চা। আর সিঁথির গায়কী এবং গীতিকবি ওয়ালিদের লেখনী তার সাথে মেলবন্ধন করেছে। আশা করি স্রোতাদের গানটা ভালো লাগবে।
এই গানের গীতিকার ও মিজিক-ভিডিও পরিচালক ওয়ালিদ আহমেদ বলেন- গানটা আমার প্রিয় লেখা গুলোর অন্যতম। সজীব দাদার মত গুনী সঙ্গীত পরিচালক ও অসাধারণ কন্ঠের অবন্তি সিঁথির সাথে কাজ করতে পেরে আনন্দ লাগছে। দর্শক শ্রোতারা গানটা শুনবে, অনুভব করবে।
জলকণা গানটি রেকর্ড করা হয়েছে ঢাকার স্টুডিও এস.এম.এস এ । প্রক্রিয়াধীন সিঁথির একক এ্যালবামে এই গানটি থাকবে। গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করছেন তানভির রহমান খান, ভিডিও এডিট করেছেন আব্দুল ওয়াদুদ রায়হান, চিত্রগ্রহন করেছেন জাহান বুলবুল।