সম্পাদনায়-আরজে সাইমুর, স্বদেশ নিউজ২৪.কম: শুধু তোমার জন্য ও যে পাখি সেই আলোড়ন সৃষ্টিকারী সঙ্গীতশিল্পী ধ্রুব গুহ এর গানের কথা কার না মনে আছে। মাছরাঙ্গা টিভিতে আজ সন্ধ্যা ৬•৩০ ও রাত ১টায় জনপ্রিয় সঙ্গীতশিল্পী ধ্রুব গুহ! মাছরাঙ্গা টিভির জনপ্রিয় অনুষ্ঠান বিনোদন সারাদিন প্রোগ্রামে দেখা যাবে সময়ের আলোচিত ও জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে। সঙ্গীত পিপাসু ও বাংলা গানের উজ্বল নক্ষত্র ধ্রুব গুহ এর ২য় একক এলবাম খুব শীঘ্রই আসছে। স্বদেশ পরিবারের পক্ষ থেকে এই সঙগীত পিপাসু শিল্পীর জন্য রইলো শুভ কামনা। বাংলা গান শুনুন বাংলা গানের সাথে থাকুন।