আজীবন সম্মাননা পাচ্ছেন বাংলা চলচ্চিত্রের সোনালী যুগের জনপ্রিয় অভিনেত্রী কোহিনুর আক্তার সুচন্দা।
৩১ মে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হবে শুভেচ্ছা সাংস্কৃতিক ফোরাম আয়োজিত ‘আনন্দ বিনোদন স্টার অ্যাওয়ার্ড ২০১৫’। সেখানেই তাকে এ সম্মাননা দেওয়া হবে। চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য তাকে এ সম্মাননা প্রদান করা হচ্ছে বলে শুভেচ্ছা সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ঢাকাটাইমসকে নিশ্চিত করেছেন।
এ নিয়ে সুচন্দা বলেন, শুভেচ্ছা সাংস্কৃতিক ফোরাম ও আনন্দ বিনোদন ম্যাগাজিনকে বিশেষ কৃতজ্ঞতা, তারা আমাকে এ সম্মাননা দিচ্ছেন। শিল্পীর জীবনে দর্শকদের ভালোবাসার উপরে কিছু নেই। আর সম্মাননার মাধ্যমে শিল্পীর কাজকে উৎসাহিত করে। আজীবন সম্মাননা সেই অধ্যায়ের সর্বোচ্চ পর্যায়। আমি আনন্দিত, আমি আবেগাপ্লুত।
উল্লেখ্য, ১৯৬৬ সালে সুভাষ দত্তের ‘কাগজের নৌকা’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে সুচন্দার অভিষেক ঘটে। ১৯৬৭ সালে জহির রায়হানের ‘বেহুলা’ চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় আসেন। ১৯৬৮ সালের শেষের দিকে জহির রায়হানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সুচন্দা।
এছাড়াও সুচন্দা বেশ কয়েকটি উর্দু ছবিতেও কাজ করেছেন। যেমন ‘যাহা বাজে সাহনাই’, ‘পিয়াসা’, ‘হাম এক হো’ ইত্যাদি। ‘হাম এক হো’ ছবিতে অভিনয়ের জন্য তিনি পাকিস্তান থেকে নিগার অ্যাওয়ার্ডও পান।
তার নির্মিত একমাত্র চলচ্চিত্র হচ্ছে ‘হাজার বছর ধরে’। ছবিটিতে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেন এটিএম শামসুজ্জামান, রিয়াজ ও শারমীন জোহা শশী।
শুভেচ্ছা সাংস্তৃকি ফোরামের সাংগাঠনিক সম্পাদক ও রেডিও স্বদেশ ডট নেটের চেয়ারম্যান আরজে সাইমুর জানান- উক্ত অনুষ্ঠানে সাংস্তৃতিক অঙ্গনের বিশিষ্ট্য ব্যক্তিবর্গ ও শিল্পীরা উপস্থিত থেকে এ্যাওয়ার্ড গ্রহন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহন করবেন। আপনার উপস্থিতি এই আয়োজনকে আরও আনন্দঘন ও প্রাণবন্ত করে তুলবে আন্তরিকভাবে বিশ্বাস করি।