স্বদেশ নিউজ২৪: এম. আরমান উজ জোহা অনলাইন জগতের রাইটারদের কাছে খুবই প্রিয় একটি নাম। আজ তার শুভ জন্মদিন। ২০১৪ সালে এম. আরমান উজ জোহা আরজে সাইমুর পরিচালিত বাংলাদেশের জনপ্রিয় অনলাইন রেডিও স্টেশন রেডিওস্বদেশ ডট নেট এর পথচলার সঙ্গী হন। রেডিও স্বদেশ ডট নেটের অফিসিয়াল ভেরিফাইড পেজের যিনি কো-হেড। তিনি স্বদেশ পেজ সহ পাশাপাশি দেশের শীর্ষ স্থানীয় আরো তিনটি পেইজ রেডিওমুন্না, জয়বিডি এবং এমপিএসজেড কে নিয়ে তৈরি করেন রেডিও বিডিজোন একটার পর একটা প্রতিযোগিতার মাধ্যমে তরুন ছেলেমেয়েদেরকে আটকে রাখলেন শিক্ষার আলোতে। নিজেদের খরচায় সেরা রাইটারদের কিছু লিখা নিয়ে বিনামূল্যে বই প্রকাশের মাধ্যমে তাদের স্বপ্ন পুরনের পদক্ষেপ নেয়া হলো। শুধু নিজেদের পেইজ এর নামে একাকী বই প্রকাশ এ ক্ষান্ত না থেকে নিজেদের পেইজের পাশাপাশি অন্য তিনটি পেইজ কেও বই প্রকাশের জন্য প্রদান করা হলো বিশাল অনুদান। এই প্রথম একযোগে রাইটারদের লিখা নিয়ে বিনামূল্যে প্রকাশিত হলো চারটা পেইজের নাম দিয়ে আলাদা চারটা বই। যা স্বদেশ গ্রুপের বিশেষ অবদান।
উল্লেখ্য তিনি বেস্ট অনলাইন রাইটার অর্গানাইজার হিসেবে পেয়েছেন একাধিক পুরস্কার। আমরা তার দীর্ঘায়ু কামনা করি। স্বদেশ পরিবারের পক্ষ থেকে স্বদেশ চেয়ারম্যান জনপ্রিয় আরজে ও সাংবাদিক সাইমুর রহমান এর থেকে তার জন্য শুভ কামনা।