সম্পাদনায়-আরজে সাইমুর, স্বদেশ নিউজ২৪: খুব শীঘ্র্ ঈদ উপলক্ষ্যে অগ্নিবীণার ব্যানারে প্রকাশিত হতে যাচ্ছে অনু মোস্তাফিজ ফিচারিং রাজিব শাহ’র একক অ্যালবাম ‘মানব জনম’। অ্যালবামে সাতটি গান স্থান পেয়েছে। সব গুলো গানের কণ্ঠ দিয়েছেন রাজিব শাহ এবং সব গানের সঙ্গীতায়োজন করেছেন অনু মোস্তাফিজ। গানগুলো হচ্ছে-‘মানব জনম’, ভাবেব হাট’, ‘দক্ষিণা বাতাস’, ‘পাগলেম নাম’, ‘নিরঞ্জন’, ভালবাসাবাসি’, ও ‘মহাজন’।
অ্যালবামটি প্রসঙ্গে অনু মোস্তাফিজ স্বদেশ নিউজ২৪কে বলেন, অনেকদিন ধরেই ভাবছিলাম একটা ফোক অ্যালবাম করবো।সাথে পেয়ে গেলাম রাজীব শাহ্-কে। ওর অসাধারণ গায়কি সকলকে মুগ্ধ করবে বলেই আমার বিশ্বাস। আমারও চেষ্টা ছিল গানগুলোকে একটু ভিন্নভাবে সাজাতে। ভালো-মন্দের বিচার স্রোতারা করবে। আশা করি গানগুলো সবার ভালোলাগবে বলে আমার বিশ্বাস।
এ প্রসঙ্গে রাজিব স্বদেশ নিউজ২৪কে বলেন, আগের অ্যালবামের সফলতা এই ‘মানব জনম’ শীর্ষকঅ্যালবামটিতেও থাকবে বলে আশা করছি। দীর্ঘ সময় নিয়ে এর কাজ করেছি। আমার দৃঢ়বিশ্বাস এর গানগুলো শ্রোতাদের প্রত্যাশা পূরবে করবে।
সুরকার হিসেবে….. নিখিল কৃষ্ণ মজুমদার, ফকির শাহাবুদ্দিন,রাজিব শাহ্, পাগল হাসান, নুরুল ইসলাম(রাজিবের বাবা), এবং আমি, অণু মোস্তাফিজ। আপনি সিডির কাভারটা পরলেই তথ্যগুলো পাবেন…… প্লিজ একটু সংশোধন করে দেন। আগামী নিউজ গুলোর জন্য……. সুরকারের নামই উল্লেখ করার দরকার নেই,শুধু গিতীকারদের নাম দিতে পারেন………