দৃশ্যটা পারফেক্ট করতে ২৬টা সিগারেট খেয়েছি : পায়েল

swadeshnews24আবিদ, সম্পাদনায়-আরজে সাইমুর, স্বদেশ নিউজ২৪.কম

ইফাদ নিবেদিত ঈদের টিভি ফিকশন, ‘গল্পটা লেডি ম্যাকবেথের।’ ৫ মিনিটের বিজ্ঞাপন বিরতীহীন নাটক লেডি ম্যাকবেথ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় উপস্থাপিকা ইশরাত পায়েল। ‘গল্পটা লেডি ম্যাকবেথের’ লিখেছেন ও চিত্রনাট্য তৈরি করেছেন ইভান মনোয়ার। পরিচালনাও করেছেন তিনি।    ইসরাত পায়েল স্বদেশ নিউজ২৪.কমকে বলেন, গল্পটা দারুণ। কিন্তু ম্যাকবেথের চরিত্রে আমি কোনোভাবেই ঢুকতে পারছিলাম না।  পরিচালক আমাকে সেই গল্পে প্রবেশ করানোর চেষ্টা করেই যাচ্ছিলেন।  তিনি বলেন,  সিগারেট খাওয়ার একটা দৃশ্য ছিল সেখানে আমি নিজেকে মানিয়ে নিতে পারছিলাম না। এর আগে কখনোই  সিগারেট স্পর্শ করি নি। এই দৃশ্য পারফেক্ট করার জন্য আমাকে ২৬টি সিগারেট খেতে হয়।’   ইসরাত পায়েল ছাড়াও এতে অভিনয় করেছেন আসিফ, আইরিন ও কল্লোল। ঈদের দ্বিতীয় দিন আরটিভিতে ২টা ৩০ এ প্রচারিত হবে।পায়েল,  ইফাদ নিবেদিত ঈদের আরও একটি টিভি ফিকশনে অভিনয় করেছেন।  ‘গল্পটা আমার আর ঝিনুকের’ নামের এই ফিকশনে পায়েলের সাথে অভিনয় করেছেন  ,অয়ন ও জিয়া মহিউদ্দিন।  এটার গল্প,সংলাপ,চিত্রনাট্য ও পরিচালনাতেও ছিলেন ইভান মনোয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *