আবিদ, সম্পাদনায়-আরজে সাইমুর, স্বদেশ নিউজ২৪.কম
রাজধানীর কদমতলীতে দুটি টিনশেড বাড়ি ধসে পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার রাত ২টার দিকে মোহম্মদবাদ এলাকায় এই ঘটনা ঘটে। এ ছাড়া টিনশেড বাড়ি ধসে পড়ার ফলে পাশের একটি বিদ্যুতের খুঁটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, টিনশেড বাড়ির দেয়াল ধসে গেলে ওই ঘরে অবস্থানরত পাঁচজন আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাপসাতালে নেওয়া হয়।