নোবেল পুরস্কারের ঘোষণা আমাকে বাকরুদ্ধ করে দিয়েছিল- বব ডিলান

_91913631_65689078-5d74-4009-b790-42f365b124c4

নোবেল প্রাপ্তির বিষয়ে নীরবতা ভাঙলেন মার্কিন গায়ক ও গীতিকার বব ডিলান। সাহিত্যে নোবেল প্রাপ্তির প্রায় দু’সপ্তাহের বেশি সময় পর ডিলান বলেন,
দিয়েছিল।

নোবেল ফাউন্ডেশন বিবৃতিতে জানায়, বব ডিলান জানিয়েছেন সাহিত্যে নোবেল প্রাপ্তিতে তিনি সম্মানিত বোধ করছেন। পুরস্কার পাবার ঘোষণা তাকে বাকরুদ্ধ করে দিয়েছিল বলেও জানান এ মার্কিন গায়ক।সুইডেনে পুরস্কার প্রদান অনুষ্ঠানে আসবেন কিনা, তা জানাননি তিনি।তবে যুক্তরাজ্যের পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে ডিলান বলেন, তিনি সশরীরে এ পুরস্কার গ্রহণ করবেন।আমেরিকান সঙ্গীত ঐতিহ্যে নতুন ধরণের কাব্যিক গান যোগ করার জন্য এ বছর বব ডিলানকে সাহিত্যে নোবেল দেয়া হয়।কিন্তু এ বিষয়ে দিনের পর দিন তাঁর নীরবতা নিয়ে অনেকের কাছেই প্রশ্ন তৈরি হয়। কয়েকদিন আগে নোবেল কমিটির একজন সদস্য একে ‘অশোভন আচরণ’ বলে সমালোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *