রাজধানীর ধানমণ্ডি পপুলার ডায়গনস্টিক সেন্টারের টয়লেটে মোবাইল ফোনে গোপন ক্যামেরায় ভিডিও ধারণের অভিযোগ করেছেন এক নারী। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি পপুলারের কর্মী বলে জানা গেছে।
শনিবার সকালের দিকে ঘটে অপ্রীতিকর এ ঘটনা।
জানা গেছে, চিকিৎসা নিতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে এসেছিলেন অভিযোগকারী নারী। তিনি টয়লেটে ঢুকলে পপুলারের এক কর্মী ভিডিও ধারণের চেষ্টা করেন। বিষয়টি কর্তৃপক্ষকে জানালে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।
ধানমণ্ডি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মামুন জানান, এক নারীর অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাকে থানায় নিয়ে আসা হয়েছে। তবে তার নাম জানাননি এএসআই মামুন।