বাংলা একাডেমির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে পশ্চিমবঙ্গের আসানসোলের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ‘সাম্মানিক ডি. লিট’ উপাধিতে ভূষিত করেছে।
বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানিয়ে আরো বলা হয়, গত ১৬ জানুয়ারি ২০১৭’তে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ও বিশ্ববিদ্যালয়ের আচার্য কেশরীনাথ ত্রিপাঠী অধ্যাপক আনিসুজ্জামানকে এই উপাধি প্রদান করেন।
একই সঙ্গে ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়, সঙ্গীতজ্ঞ প্রতুল মুখোপাধ্যায় এবং কানপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির পরিচালক অধ্যাপক ইন্দ্রনীল মান্নাও এই সম্মান গ্রহণ করেন।
অধ্যাপক আনিসুজ্জামান এর আগে রবীন্দ্রভারতী ও নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি. লিট লাভ করেন।