একুশে গ্রন্থমেলার তিন সপ্তাহে নতুন বই এসেছে ২ হাজার ৮২৭টি

boi melaঅমর একুশে গ্রন্থমেলার প্রথম তিন সপ্তাহে নতুন বই এসেছে ২ হাজার ৮২৭টি। গতবছর এ ২২দিনে নতুন বই এসেছিল ২ হাজার ৬৭০টি। এবার ১৫৭টি বই বেশি এসেছে।শুধু মোট বইয়ের ক্ষেত্রেই নয়, পৃথকভাবে কবিতা, উপন্যাস, গল্প, প্রবন্ধসহ অন্যান্য ক্যাটাগরির বইও গতবারের সঙ্গে তুলনা এবার বেশি এসেছে।অন্যান্যবারের মতো এবারও মেলায় সবচেয়ে বেশি এসেছে কবিতার বই, ৮৬৪টি। এর পরেই আছে উপন্যাস ৪৫৮টি, গল্প ৩৮৬টি ও প্রবন্ধের বই ১৩০টি উল্লেখযোগ্য।

গতবার গ্রন্থমেলায় কবিতার বই, ৭২৪টি, উপন্যাস ৪৩৯টি, গল্প ৪০৬টি ও প্রবন্ধ ১৫৬টি এসেছিল। সংখ্যার তুলনায় এবার কবিতার বই ১৪০টি ও উপন্যাস ৫২টি বেশি এসেছে। গল্প ও প্রবন্ধের বই গতবারের চেয়ে এবার কম এসেছে। বিকেলে গ্রন্থমেলার মূলমঞ্চে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচি: বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক সভাপতিত্ব করেন। প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক জিনাত হুদা অহিদ। আলোচনায় অংশগ্রহণ করেন মো. আবুল কাসেম এবং ড. শাহিনুর রহমান।
আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির উপস্থিতি আমাদের শিক্ষাব্যবস্থার প্রেক্ষিতে খুবই জরুরি। দেশের সামগ্রিক শিক্ষাকাঠামোয় জাতীয় মূল্যবোধ ও মননের ছাপ না থাকলে প্রাতিষ্ঠানিক ডিগ্রি শিক্ষা-উন্নয়নের কোন সূচক হতে পারে না। এদিকে খেয়াল রেখে বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাব্যবস্থার সর্বক্ষেত্রে জাতীয় ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির উপস্থিতি নিশ্চিত করতে সকলের সচেতন ও সক্রিয় পদক্ষেপ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সাংস্কৃতিক সংগঠন গেন্ডারিয়া কিশলয় কচিকাঁচার মেলা’র সাংস্কৃতিক পরিবেশনা ছাড়াও সংগীত পরিবেশন করেন শিল্পী কাদেরী কিবরিয়া, তপন মাহমুদ, শামা রহমান, মহিউজ্জামান চৌধুরী, নীলোৎপল সাধ্য এবং শিখা আহমাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *