ভিয়েতনামের উদ্দেশে স্পিকারের ঢাকা ত্যাগ

স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী ভিয়েতনাম সফরের উদ্দেশ্যে আজ ঢাকা ত্যাগ করেছেন। ভিয়েতনাম ন্যাশনাল এসেম্বলির আমন্ত্রনে এ সফরকালে স্পিকার ভিয়েতনামের ন্যাশনাল এসেম্বলির প্রেসিডেন্ট গুয়েন থি কিম গ্যান ভিয়েতনামের প্রধানমন্ত্রী গুয়েন জুয়ান ফুক, ভিয়েতনামের প্রেসিডেন্ট ট্রেন দাই কোয়াং এবং ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী জেনারেলের সাথে দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনায় মিলিত হবেন।

স্পিকারের সফর সঙ্গী হিসেবে সংসদ সদস্য ইমরান আহমদ, পংকজ নাথ, এ এম নাইমুর রহমান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো: আবদুর রব হাওলাদার ভিয়েতনাম সফরে গেছেন। স্পিকারকে বিদায় জানাতে বাংলাদেশ সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময়ে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন । সফর শেষে স্পিকার আগামী ২৫ জুলাই দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *