রোহিঙ্গা নিষ্পেষণ বন্ধ করুন, কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন করুন

অবিলম্বে রোহিঙ্গাদের ওপর নিষ্পেষণ বন্ধ করতে হবে স্টেট কাউন্সেলর অং সান সুচির নেতৃত্বাধীন মিয়ানমার সরকারকে। নিজেদের দায়িত্ব থেকে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে করুণ অবস্থায় বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যে। এমন আহ্বান জানিয়ে জাপানের অনলাইন নিক্কি এশিয়ান রিভিউয়ে প্রকাশিত হয়েছে একটি সম্পাদকীয়। এতে বলা হয়েছে, মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমরা জীবন অতিবাহিত করছেন এক মারাত্মক সঙ্কটের মুখে। রোহিঙ্গা বিদ্রোহী ও মিয়ানমারের সেনাবাহিনীর মধ্যকার সংঘর্ষের জের ধরে কমপক্ষে চার লাখ রোহিঙ্গা পালিয়ে আশ্রয় নিয়েছে প্রতিবেশী বাংলাদেশে। আগস্টের শেষের দিকে রাখাইনে নিরাপত্তা চৌকিতে রোহিঙ্গা উগ্রপন্থিদের হামলার প্রেক্ষিতে শুরু হয় বর্তমানের সঙ্কট। এর প্রেক্ষিতে সশস্ত্র বিদ্রোহকে সমূলে বিনাশ করতে অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। তারা টার্গেট করে নিরস্ত্র সাধারণ রোহিঙ্গাদের। এ কৌশলকে মানবাধিকার বিষয়ক গ্রুপগুলো জাতি নিধন বলে আখ্যায়িত করেছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান বন্ধে আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরাঁ। এতে বিস্মিত হওয়ার কিছু নেই।
রোহিঙ্গা সঙ্কটের মূল খুঁজে বের করা খুবই গুরুত্বপূর্ণ। মিয়ানমার হলো বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ। তাই এ দেশটিতে জনগণের মধ্যে রোহিঙ্গা মুসলিম বিরোধী কট্টর একটি অবস্থান রয়েছে। এ ধারাটিই সরকারের হৃদয়ে প্রোথিত। তাই তারা রোহিঙ্গাদের বিরুদ্ধে বৈষম্যমুলক আচরণ করে। তাদেরকে অব্যাহতভাবে নাগরিকত্ব দেয়া থেকে বিরত রয়েছে। সংখ্যালঘুদের সুরক্ষা দেয়ার যে সুস্পষ্ট রীতি রয়েছে তাতে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী, মিয়ানমারের কার্যত নেত্রী অং সান সুচি সেই নীতিকে বিব্রত করছেন। তিনি সংখ্যালঘু নয়, সংখ্যাগরিষ্ঠের পক্ষ নিয়েছেন। তা না হলে তিনি দেশে প্রাধান্য বিস্তার করা বৌদ্ধ সমাজের কাছ থেকে উল্টো প্রতিক্রিয়া পাবেনÑ এই ভয়ে আতঙ্কিত তিনি।
ওই সম্পাদকীয়তে আরো বলা হয়, ২০১৬ সালের মার্চে মিয়ানমারের ক্ষমতা নেয় সুচির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি। দেশ যাতে আবার সামরিক শাসনে ফিরে না যায় সেদিকে দৃষ্টি রাখা উচিত সরকারের। কিন্তু তাই বলে দক্ষিণ-পূর্ব এশিয়ায় এখন সবচেয়ে ভয়াবহ যে মানবিক সঙ্কট চলছে সে বিষয়ে চোখ বন্ধ করে রাখা হবে ভুল। তাই রোহিঙ্গাদের বিরুদ্ধে বৈষম্য বন্ধ করতে কাজ করা উচিত সুচি ও মিয়ানমার সরকারের।
রোহিঙ্গা মুসলিমদের ওপর নৃশংসতার প্রতিবাদে এরই মধ্যে মিয়ানমারে হামলা চালাতে জঙ্গিদের প্রতি আহ্বান জানিয়েছে সন্ত্রাসী গোষ্ঠী আল কায়েদা। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত হবে এমন পদক্ষেপ নেয়া যাতে মিয়ানমার সরকার পুনরেকত্রীকরণ ও সহাবস্থানের পথ বেছে নেয়।
এ বছর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেন নি সুচি। তার পরিবর্তে তিনি ১৯ শে সেপ্টেম্বর ন্যাপিডতে বক্তব্য রেখেছেন। যদিও তাতে তিনি মানবাধিকার রক্ষার গুরুত্বের কথা পুনরুল্লেখ করেছেন এবং জাতির পুনরুজ্জীবনের আহ্বান জানিয়েছেন, তবু তিনি রোহিঙ্গাদের বিরুদ্ধে নিষ্পেষণ বন্ধে দৃঢ় প্রতিশ্রুতি দিতে পারেন নি।
এর আগে রাখাইনে সহিংসতা তদন্তের জন্য মিয়ানমার সরকার জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে একটি এডভাইজরি কমিশন বা ফ্যাক্ট ফাইর্ন্ডি মিশন গঠন করে। আগস্টে ওই কমিশন তাদের চূড়ান্ত সুপারিশ প্রকাশ করে। এর মধ্যে রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়ার সুপারিশ অন্যতম। এক্ষেত্রে সুচি সরকারের প্রথম কাজ হওয়া উচিত ওই প্যানেলের সুপারিশ বাস্তবায়ন করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *