শেখ সাদি, স্বদেশ নিউজ ২৪.কমঃ গত ১৪ জানুয়ারি ঢাকা টু ধামরাই হাইওয়ে তে বাইক নিয়ে যাওয়ার পথে বাস এর সাথে এক্সিডেন্ট করেন সিজাত খান এবং গুরুতর আহত অবস্থায় ফায়ার সার্ভিস এর কর্মকর্তারা সেখানে থেকে সিজাত কে ধামরাই মেডিক্যাল এ নিয়ে গেলে সিজাত এর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা পঙ্গু হসপিটাল এ ট্র্যান্সফার করে দেই । বর্তমান এ সে পঙ্গু হসপিটাল এ ইমারজেন্সি ইউনিট এ আছে ।
সিজাত খান স্বদেশ নিউজ ২৪.কম তার বিপরীত দিক থেকে রংসাইড দিয়ে কার আসাই ডান সাইড এ মোড় নেওয়াতে বাস এর সাথে ধাক্কা লাগে এর পর তার বাইক ডান পায়ের উপর পড়ায় তার পা ভেঙ্গে যায় । সিজাত এর বাইক বর্তমান এ ফায়ার সার্ভিস এর আইত্তে আছে । সিজাত বর্তমান সময়ে আলোচিত ফটোগ্রাফার হলেও ডিরেক্টর হিসেবে অনেক সুনাম । সিজাত খান আরো বলেন তার এই এক্সিডেন্ট এ তার অনেক কাজ বাদ পড়ে যাবে । পরিশেষে সবার থেকে দোয়া চেয়েছেন সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার কাজ শুরু করতে পারেন ।