বইমেলায় লিওয়াজা আক্তার এর ‘কাজিয়া’

শেখ সাদি, স্বদেশ নিউজ ২৪.কমঃ ফেব্রুয়ারি মানেই বাঙ্গালির ভাষার মাস, প্রানে প্রাণ মিলিয়ে বইয়ের দেশে নিজেকে হারানোর মাস, বইমেলার মাস । এ মাসেই বায়ান্নর ভাষা আন্দোলনের অমর শহীদদের স্মরণে প্রতি বছরে ১ ফেব্রুয়ারি এক মাসব্যাপী বাংলা একাডেমীতে অমর একুশে বইমেলার আয়োজন করা হয় । মেলা এখন প্রায় শেষের দিকে ।  ২০১৮ এর এই বইমেলাতেও এসেছে লেখক লেখিকাদের লেখা নতুন হাজার হাজার বই । তেমনি একজন আলোচিত লেখিকা লিওয়াজা আক্তার । তাঁর সাহিত্য, শিল্পমূল্য, মননশীল চিন্তা-চেতনা ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে লেখনির অভিপ্রায়ে সৃষ্টি হয়েছে আজকের ‘কাজিয়া’ । 

‘কাজিয়া’ এমনই একটি উপন্যাসের নাম যেখানে আলোচিত হয়েছে মানব দেহের হরমোনকে নিয়ে ।
উপন্যাসটিতে গল্পের প্রয়োজনে কিছু কবিতাও স্থান পেয়েছে । প্রেমের এই কবিতাগুলো পড়ে পাঠকদের ভালোই লাগবে । মন রোমাঞ্চিত হবে অন্য এক আবেগে, যে আবেগের ভাষা আমাদেরকে দিয়ে যাবে উপন্যাসটির নায়িকা গাইনি ডাক্তার তাসনুভা এবং নায়ক সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইমতিয়াজ । মানব মন এবং শরীরের বিভিন্ন বিষয় নিয়ে খোলা মেলা আলোচনার জন্যে যিনি মানসিক সহযোগিতা করেছেন তিনি আর কেউ নন, ‘কাজিয়া’ উপন্যাসেরই প্রকাশক ইফতেখার রসুল জর্জ । মেলায় বইটি পাওয়া যাচ্ছে জর্জ সাহেবের প্রকাশনী ‘নওরোজ সাহিত্য সম্ভার’ এর ৪৪৯-৫০ নম্বর স্টলে ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *