বাঁধনের জীবনের গল্প, লিখবেন অপূর্ব!

স্বাক্ষর একজন বেকার ছেলে। ভালোবাসে প্রেমাকে। কিন্তু সেই ভালোবাসা দিন দিন কমে আসছে। এদিকে প্রেমার খুব তাড়াতাড়ি অন্যত্র বিয়ে হয়ে যাচ্ছে।

বলছিলাম একটি নাটকের গল্প। নাম ‘রাইটার’। এতে জুটি বেঁধেছেন ছোটপর্দার দুই অভিনয়শিল্পী অপূর্ব ও বাঁধন। আহসান হাবিব সকালের রচনায় এটির পরিচালনা করেছেন দীপু হাজরা

গল্পে দেখা যাবে, বেকার ছেলে এরইমধ্যে চাকরি পেয়ে যায় স্বাক্ষর। তবে গতানুগতিক কোনো ডিউটি নয়। তাকে বসের বাসায় আসতে হবে প্রতি সন্ধ্যায়। আর বস একটি গল্প বলবেন সেটি নোট করে পরবর্তীতে বই আকারে প্রকাশ করা। এতে চরিত্রে অভিনয় করেন বাঁধন।

শুরু হয় গল্প বলা। স্বাক্ষরও তার খাতা কলম নিয়ে প্রস্তুত। গল্প কিছুদুর এগোতেই ঘটনা মোড় নেয় অন্য দিকে। স্বাক্ষরের বুঝতে বাকি থাকে না এটি তার বসের বাস্তব জীবনেরই গল্প।

যা কিনা এত নির্মম ও বেদনাদায়ক যেটি তিনি প্রকাশ করতে চান বইয়ের পাতায় পাতায়। জানাতে চান পাঠকদেরকে। এমনই গল্প নিয়েই এগিয়ে গেছে এই নাটকটি।

এতে অপূর্ব-বাঁধন ছাড়াও আরো অভিনয় করেছেন গাজী রাকায়েত, টুটুল চৌধুরী, শ্রাবন্তী শ্রাবণ, পার্থ নন্দী, সূচনা শিকদার, সুমাইয়া পাপড়ি, মোহনা প্রমুখ।

এদিকে নাটকটি কাল শুক্রবার রাত ৮টায় প্রচার হবে বেসকারি টিভি চ্যানেল আরটিভিতে এমনটাই জানান দীপু হাজরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *