আইপিএল আসরে ডিআরএস ব্যবহৃত হবে

দীর্ঘদিন বিতর্কের পরে শেষ পর্যন্ত চলতি বছর ভারতীয় প্রিমিয়ার লীগ আসরে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) ব্যবহারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রেফারেল পদ্ধতিতে এই প্রযুক্তি ব্যবহারের বিপক্ষে প্রায় এক বছর যাবত বিসিসিআই নিজেদের সিদ্ধান্তে অবিচল ছিল। কিন্তু ২০১৬ সালে ইংল্যান্ডের ভারতীয় সফরে এই প্রযুক্তি ব্যবহার শুরু হলে বেশ কিছু সফলতা আসায় আইপিএল এর ১১তম আসরে এটি চালু করার সিদ্ধান্ত হয়।

স্থানীয় গণমাধ্যমের সূত্র মতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বিসিসিআই বিষয়টি নিয়ে বেশ কয়েকবার চিন্তা করেছে। বিসিসিআইয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে সব ধরনের প্রযুক্তি ভালভাবে ব্যবহৃত হলে ডিআরএস নয় কেন, এই ধরনের প্রশ্নও বোর্ড সভায় উত্থাপিত হয়েছে। প্রায় দেড় বছর যাবত আন্তর্জাতিক ম্যাচগুলোতে ভারত এই প্রযুক্তি ব্যবহার করে আসছে।

সূত্রটি আরো জানিয়েছে ২০১৭ সালের ডিসেম্বরে বিসিসিআই ১০জন আম্পায়ারের সংক্ষিপ্ত তালিকা করেছিল যারা আইপিএল’এ ম্যাচ পরিচালনা করে থাকে। তাদের নিয়ে পরীক্ষামূলকভাবে ডিআরএস পদ্ধতি পরিচালনা করা হয়েছে। আইসিসি আম্পায়ারর্স কোচ ডেনিস বার্নস ও আম্পায়ার পল রাইফেল এখানে মেন্টর হিসেবে কাজ করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *