বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি চলছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবারও রাজধানী ঢাকাসহ সারাদেশে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে দলটি।
আজ রাজধানী ঢাকার ১০টি স্থানে বিএনপির কেন্দ্রীয় নেতারা লিফলেট বিতরণ করবেন।

চেয়ারপারসন প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বেলা ১১টার দিকে পুরানো পল্টন ও জাতীয় প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।

এছাড়া মতিঝিলে স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, মৌচাকে ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, হাতিরপুলে ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, জুরাইন রেলগেটে ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ধুলাইখালে ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আজম খান, নিউ মার্কেট এলাকায় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও খিলগাঁও এবং কমলাপুরে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস লিফলেট বিতরণ করবেন।

এর আগে গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী লিফলেট বিতরণ কর্মসূচির ঘোষণা দেন।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। এ ছাড়া তারেক রহমানসহ বাকি পাঁচ আসামিকে ১০ বছরের সাজা দিয়েছেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *