ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং তিনদিনের সফরে ঢাকায় এসেছেন। সঙ্গে আছেন তার স্ত্রী গুয়েন থি হিয়েন।
রোববার বিকেল ৩টা ৫২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাদেরকে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং তার স্ত্রী রাশিদা খানম।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে উপস্থিত সবার সঙ্গে পরিচিত হন ভিয়েতনামের রাষ্ট্রপতি।
এসময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ আরো অনেকে।
বিমানবন্দর থেকে ভিয়েতনামের প্রেসিডেন্টকে হোটেল সোনারগাঁওয়ে নিয়ে যাওয়া হয়। সফরকালে এখানেই অবস্থান করবেন তিনি।
সোমবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন ত্রান দাই কুয়াং। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডিতে যাবেন তিনি। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।
অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরক্ষাসহ বিভিন্ন বিষয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করতে ভিয়েতনামের প্রেসিডেন্টের এই সফর বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। গত ১৪ বছরে এটাই ভিয়েতনামের কোনো রাষ্ট্রপ্রধানের বাংলাদেশে প্রথম সফর।