ইউএস-বাংলা বিমান বিধ্বস্তের কথা আমাদের কারোই অজনা নয়। এই শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি দেশবাসী। এই দুর্ঘটনায় নিভে গেছে কারো কারো বংশের প্রদীপ, কেউ কেউ হারিয়েছেন অাপনজন। স্বজন হারাদের আর্তনাদ এখনো ভেসে বেড়াচ্ছে চারপাশ।
এদিকে এই বিমান দুর্ঘটনা নিয়ে মিউজিক ভিডিও নির্মাণ করছেন সংগীতশিল্পী হৃদয় খান। একটু আগে তার ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তিনি এই বিষয়ে পোস্ট দিতে গিয়ে লিখেছেন, ‘নেপালের বিমান দূর্ঘটনা মেনে নেওয়ার নয়, সত্যি এটি খুবই দুঃখজনক। আর তাই এই দূর্ঘটনা নিয়ে আমি নির্মাণ করলাম মিউজিক ভিডিও।
উল্লেখ্য, সুরের মুর্ছনায় বর্তমান তরুণ প্রজন্মের হৃদয়ে ঝড় তুলেছেন যেসব সংগীতশিল্পীরা তাদের মধ্যে অন্যতম হলেন হৃদয় খান। গান গাওয়া কিংবা কম্পোজিশনের শুরু করেছিলেন সেই কিশোর বয়স থেকে। সংগীত পরিবারে জন্ম হওয়াতে এই সুযোগ আরো বেশি পেয়েছেন তিনি। তবে ছোটবেলা থেকে তার গানের প্রতি ছিল অন্যরকম ভালোবাসা।