‘শুভ জন্মদিন’ সিয়াম

প্রথম সিনেমা ‘পোড়ামন ২’ এখনো মুক্তি পায় নি, অথচ এরই মধ্যে তিনি হয়ে গেছেন দারুন আলোচিত, চুক্তিবদ্ধ হয়ে গেছেন তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়া’ ছবিতে।

অথচ তার নায়ক হবার কথাই ছিল না, বিদেশ থেকে ব্যারিস্টারি পাশ করে আইন পেশায় জড়াতে চেয়েছিলেন, কিন্তু ভাগ্য তার রঙিন ভুবনে, আর তাই তিনি হয়ে উঠেছেন প্রতিশ্রুতিশীল নায়ক, তিনি হলেন সিয়াম আহমেদ।

ছাত্রাবস্থায় মডেলিং করতেন টুকটাক! সেইখান থেকে ডাক পান এয়ারটেলের ভালোবাসা দিবসের নাটক ‘ভালোবাসা ১০১’এ, রেদোয়ান রনির পরিচালনায় নাটকটি তখন বেশ জনপ্রিয় হয়েছিল, এরপর বেশ কিছু নাটকে অভিনয় করেন, অবশ্য তার ‘রুমডেট’ নাটকটি সমালোচিত হয়েছিল।

এরপর হঠাৎ করেই বিরতি, ব্যারিস্টারি পড়তে চলে যান ইংল্যান্ডে , বেশ ভালোভাবেই পাশ করে চলে এলেন দেশে। আইন পেশায় নিজেকে ব্যস্ত করার আগে টিভি নাটকে কাজ শুরু করেন, বাবার কাছে সময় চেয়েছিলেন এক বছর। ২০১৬ সালে আবার ফিরে আসেন নাট্যভিনয়ে, অভিনয় করেছিলেন ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘পথ জানা নাই’, ‘মেঘ’ সহ বেশ কয়েকটি নাটকে।

নিজের সমুজ্জ্বল ক্যারিয়ার গঠনে সবচেয়ে বড় ভূমিকা ছিল ২০১৭ সালে। বছরের শুরুতেই ‘বখাটে’ শর্টফিল্ম দিয়ে দারুন আলোচনায় চলে আসেন তিনি, আয়নাবাজি অরিজিনাল সিরিজের ‘কে কোথায় কিভাবে’ তে নিজের প্রতিভার পরিচয় দেন। এরপর ‘একে একে ঝড়ের পরে’, ‘জ্যাকসন বিল্লাল’, ‘চিরকুঠের শব্দ’, ‘ছেলেটি অবন্তীকে ভালোবেসেছিল’, ‘এক্স ফ্যাক্টর রিলোডেড’, ‘মেঘ এনেছি ভেজা’, ‘তোমার আমার প্রেম’ সহ বেশ কয়েকটি নাটক দিয়ে। এরপর তিনি হয়ে যান বছরের অন্যতম সেরা টিভি অভিনেতা, যার দরুন পেয়েছেন দর্শক জরিপে মেরিল প্রথম আলো পুরস্কারের মনোনয়ন, তার আগের বছরে পেয়েছিলেন সমালোচক মনোনয়ন।

টিভি নাটকে যখন নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে যাচ্ছেন, তখনই ডাক পেলেন চলচ্চিত্রের। জাজ মাল্টিমিডিয়ার ‘পোড়ামন ২’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটতে যাচ্ছে তার, ছবিটি নিয়ে দর্শক প্রত্যাশা অনেক! সঙ্গে ‘ফাগুন হাওয়াই’, যেই ছবি দিয়ে নিজের প্রতিভার যাচাই করতে পারবেন তিনি।

নাটক থেকে যখন চলচ্চিত্রে চলে এলেন, তখন একজন নাট্যপ্রেমী হিসেবে আক্ষেপ হয়েছিল তার, তবে যদি চলচ্চিত্রে সুপ্রতিষ্ঠিত হতে পারেন, তাহলে সেই আক্ষেপ কিছুটা ঘুচাবে তার।

এই তারকা অভিনেতা সিয়ামের জন্মদিন আজ, স্বদেশ নিউজ২৪.কম এর পক্ষ থেকে শুভকামনা তার জন্য। ‘শুভ জন্মদিন’ সিয়াম আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *