আইপিএলে ফিরছেন ওয়ার্নার!

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিং কেলেঙ্কারিতে এক বছরের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত হয়েছেন অজি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। আইপিএলের এবারের আসরে সানরাইজার্সের জার্সিতেও থাকছেন না তিনি। তবে জনপ্রিয় এই টুর্নামেন্টে নিজের দলকে সমর্থন করতে ভারতে আসছেন ডেভিড ওয়ার্নার। এমনটাই ইঙ্গিত দিলেন তিনি।

আইপিএল থেকে নির্বাসিত হয়ে ওয়ার্নার সম্ভবত নিজের দলকে মিস করছেন। নিজেদের দলের জার্সি উন্মোচনের অনুষ্ঠান ইনস্টাগ্রামে লাইভ করার ব্যবস্থা করেছিল হায়দরাবাদ। সেই অনুষ্ঠান ফলো করছিলেন অজি এই সুপারস্টারও।

ইনস্টাগ্রামে লাইভ পোস্টের নিচে কমেন্টও করছিলেন ওয়ার্নার। সেটিই নজরে পড়ে যায় সানরাইজার্সের অন্যতম তারকা বিপুল শর্মার। তারপর দু’জনকেই প্রকাশ্যে চ্যাট করতে দেখা যায়।

সেই চ্যাটেই ওয়ার্নার জানান, তিনি খুব তাড়াতাড়িই ভারতে আসছেন হায়দরাবাদকে সমর্থন করার জন্য। গ্যালারিতে বসে কিছু আইপিএল ম্যাচ দেখারও পরিকল্পনা রয়েছে তার। বিপুলের সঙ্গে করা চ্যাটে ওয়ার্নার লেখেন, ‘‘খুব তাড়াতাড়ি আমাকে দেখতে পাবে। আমি যাচ্ছি।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *