বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন প্রিয়াংকা

সম্প্রতি প্রিয়াংকা চোপড়ার বিয়ে নিয়ে জোর আলোচনা শুরু হয়েছিলেন অনলাইন দুনিয়ায়। তার বিয়ে হয়েছে এমন খবরও ভেসে বেড়ায় চারদিকে। সকলের একটাই প্রশ্ন ছিল কার সঙ্গে সাত পাকে বাধা পড়লেন অভিনেত্রী। অবশেষে এই জাতীয় প্রশ্ন নিয়ে মুখ খুললেন দেশীগার্ল। তবে যেখান থেকে এই জল্পনার সূত্রপাত ঘটেছিল সেখানেই জল্পনার ইতি করলেন এই সুন্দরী। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতেই পিগি চপস বিয়ে রহস্যে সমাধান ঘটালেন সোমবার।ঘটনাটির সূত্রপাত ঘটেছিল তার হাতে একটি চেইন দেখে। যা নিয়ে অনেকেই সন্দেহ করছিল যে ওটা মঙ্গলসূত্র। কিন্তু এদিন টুইটারে সেই চেইনটির আরেকটি ছবি আপলোড করে অভিনেত্রী জানান, তার হাতের চেইনটি আসলে সামান্য একটা ব্রেসলেট। সেই সঙ্গে তিনি বলেন, যদি আমি বিয়ে করি তাহলে সবাইকে জানিয়ে করবো। গোপন রাখবো না। টুইটের পরে অনেকেই বেজায় খুশি। কারণ তাদের প্রিয় অভিনেত্রী যে এখনও অবিবাহিত এবং সিঙ্গেল। আপাতত নায়িকা রয়েছেন আসামেই। সেখানে ট্যুরিসমের শুটিং নিয়ে ব্যস্ত তিনি। চলতি সপ্তাহে এই প্রজেক্টটি শেষ করে তিনি ফিরে যাবেন নিউইয়র্কে। সেখানে একাধিক হলিউড প্রজেক্ট নিয়ে এ বছরে বেশ ব্যস্ত থাকবেন প্রিয়াংকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *