রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি ফিলিং স্টেশন

রোজায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি ফিলিং স্টেশন। বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়াতে বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধ থাকবে ফিলিং স্টেশনগুলো।
আজ বৃহস্পতিবার বিদ্যুৎ ভবনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, বিতরণকারী সংস্থা, পেট্রোবাংলা, এফবিসিসিআই ও দোকান মালিক সমিতির প্রতিনিধিদের নিয়ে এক সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।এছাড়াও পরিমিত আলোকসজ্জা করার প্রতি আহ্বান জানিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, আপনারা পরিমিত আলোকসজ্জা করবেন। এ নিয়ে আমাদের অতটা আপত্তি নাই। কেননা এখন বিদ্যুতের পর্যাপ্ত উৎপাদন রয়েছে। এ মাসে আরও এক হাজার মেগাওয়াট যুক্ত হবে।
সভায় আরো উপস্থিত ছিলেন বিদ্যুৎ সচিব আহমদ কায়কাউস, পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মানসুর মো. ফয়জুল্লাহ, ডেস্কো, ডিপিডিসির প্রতিনিধিরা।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *