গত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ফাঁসকৃত প্রশ্নের সুবিধাভোগী ০.২৫ শিক্ষার্থী হওয়ায় পরীক্ষা বাতিল করা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এছাড়া সৃজনশীল অংশের প্রশ্ন ফাঁস না হওয়ায় পরীক্ষা বাতিল না করার অন্যতম কারণ বলে জানিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত অভিযোগের তথ্য যাচাই-বাছাই কমিটির প্রতিবেদন উপস্থাপনকালে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, এসএসসি পরীক্ষায় ফাঁস হওয়া প্রশ্নের বেশিরভাগই ফাঁস হয়েছে পরীক্ষা শুরু হওয়ার ২০ মিনিট আগে। আর ২০ লক্ষ শিক্ষার্থীর মধ্যে মাত্র ০.২৫ শতাংশ শীক্ষার্থী এই সুবিধাভোগী। আর তারাও বিভিন্নভাবে আইনের আওতায় রয়েছে।
আর ইন্টারনেটের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রশ্নপত্র ছিল ভুয়া। তাই পরীক্ষা বাতিল হওয়ার কোনো সুযোগ নাই। এছাড়া ৭০ নম্বরের সৃজনশীল অংশের কোনো প্রশ্ন ফাঁস হয়নি। তাই ২০১৮ সালের এসএসসির কোনো বিষয়ের পরীক্ষা বাতিল করা হবে না।