কলকাতার শিশির মঞ্চে ‘রবীন্দ্রসন্ধ্যা’

অসাম্প্রদায়িক মানবিক চেতনার রবীন্দ্রনাথ ঠাকুর। বাঙালি সংস্কৃতির সৃজনে ও সাহিত্যের অন্তঃহীন প্রেরণার উৎস তিনি। বাঙালির জীবনের প্রতিটি পরতে তিনি প্রেরণা ও শক্তিরূপে আর্বিভূত হয়ে আছেন। তার গান ও কবিতা সমন্বয়ে ‘রবীন্দ্রসন্ধ্যা’- ব্যতিক্রমী একটি আয়োজন করতে চলেছে কলকাতার দেবব্রত বিশ্বাস স্মরণ কমিটি।

৫ জুন বিকেল ৫টা ৩০ মিনিট থেকে আয়োজনটি কলকাতার শিশির মঞ্চে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আবৃত্তিশিল্পী ডালিয়া দাস ও বিধান চন্দ্র পাল অংশগ্রহণ ও কবিতা পাঠ করবেন।

এছাড়াও কবিতা থেকে গান ও গান থেকে কবিতা অবলম্বনে কবিতা পাঠ ও রবীন্দ্রনাথের গানের অনুষ্ঠানে কবিতা পাঠ করবেন -রত্না মিত্র, সর্বাণী রায় চৌধুরী, জুঁই দে, সুজয় রায় চৌধুরী এবং ইনা বাগচী। রবীন্দ্রসঙ্গীত পরিবেশ করবেন – মনোময় ভট্টাচার্য, সৈকত মিত্র, অচিন মুখোপাধ্যায়, ডাঃ উৎসব দাস, ডাঃ অনন্যব্রত দাস, রণদেব মজুমদার, বহ্নিশিখা বন্দ্যোপাধ্যায়, সঙ্গীতা মজুমদার, রেখা চক্রবর্তী এবং বৈতাল-এর শিল্পীবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন তাপস চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *