বিয়ের ১৫ মিনিটের মধ্যেই স্ত্রীকে তালাক দিয়েছেন স্বামী। কারণ হিসেবে স্বামী জানিয়েছেন, বিয়েতে চুক্তি অনুযায়ী কনের বাবাকে টাকা দেওয়া নিয়ে অপমানজনক পরিস্থিতি তৈরি হয়েছিল।
২৩ মে, বুধবার সংযুক্ত আরব আমিরাতে এ ঘটনা ঘটে।
গালফ নিউজের উদৃতি দিয়ে ডেইল মেইলের খবরে জানানো হয়, বিয়ের চুক্তি অনুযায়ী শ্বশুরকে এক লাখ দিরহাম দেওয়ার কথা ছিল বরের। কিন্তু বর তা একসঙ্গে দিতে রাজি হননি। তবে তিনি প্রতিশ্রুতি দেন, বিয়ে শেষ হলে ৫০ হাজার দিরহাম শরিয়াহ জজ আদালতে ও বাকি ৫০ হাজার দিরহাম আদালত প্রাঙ্গণের বাইরে দেবেন। এতেই বিপত্তি বাঁধে।
পূর্বের চুক্তি অনুযায়ী আদালত প্রাঙ্গণে শ্বশুরকে ৫০ হাজার দিরহাম দিয়ে দেন স্বামী। কিন্তু শ্বশুর পুরো ১ লাখ দিরহাম দাবি করতে থাকেন।
উত্তরে জামাতা তার শ্বশুরকে বলেন, ‘একটু ধৈর্য ধরুন। মাত্র ৫ মিনিট পর আদালত থেকে রেব হয়ে বাকি টাকা দিয়ে দিচ্ছি। টাকা আমার গাড়িতেই আছে।’
কিন্তু শ্বশুর তা মানতে নারাজ। তিনি তাৎক্ষণিকভাবে টাকা চাইছিলেন। এতে অপমাণিত হয়ে স্ত্রীকে তালাক দিয়ে দেন ওই ব্যক্তি।
জামাতা তার শ্বশুরের উদ্দেশে বলেন, ‘আমি আপনার কন্যাকে স্ত্রী হিসেবে পেতে চাই না।’
নাম প্রকাশে অনিচ্ছুক আদালতের একজন আইনজীবী বলেন, ‘শ্বশুরের আচরণে জামাতা অপমান বোধ করেন এবং মানসিকভাবে কষ্ট পান।’