ঢাকায় পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ ব্যবসায়ী নিহত

নিহত ব্যক্তির নাম সুমন মিয়া ওরফে খুকু সুমন। পুলিশের দাবি, খুকু সুমন দক্ষিণখান এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে দক্ষিণখান থানায় মাদকের পাঁচটি মামলা রয়েছে।

বন্দুকযুদ্ধের ঘটনায় দক্ষিণখান থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আল আমিন ও কনস্টেবল শাখাওয়াত আহত হয়েছেন।

পুলিশের দক্ষিণখান জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল রাত সোয়া ১২টার দিকে দক্ষিণখান থানা এলাকার আশিয়ান সিটি মাঠে মাদক কেনাবেচার খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর গুলিবর্ষণ করেন। পাল্টা গুলি করে পুলিশও। একপর্যায়ে খুকু সুমন গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।

মো. মিজানুর রহমান আরও বলেন, খুকু সুমনের বিরুদ্ধে দক্ষিণখান থানায় মাদকের পাঁচটি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে ২টি গুলি, ১টি শুটার গান, ৪টি ককটেল ও ১ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *