1. ccadminrafi@gmail.com : Writer Admin : Writer Admin
  2. 123junayedahmed@gmail.com : জুনায়েদ আহমেদ, সম্পাদনায়-আরজে সাইমুর : জুনায়েদ আহমেদ, সম্পাদনায়-আরজে সাইমুর
  3. swadesh.tv24@gmail.com : Newsdesk ,স্বদেশ নিউজ২৪.কম : Newsdesk ,স্বদেশ নিউজ২৪.কম
  4. swadeshnews24@gmail.com : নিউজ ডেস্ক, স্বদেশ নিউজ২৪.কম, সম্পাদনায়-আরজে সাইমুর: : নিউজ ডেস্ক, স্বদেশ নিউজ২৪.কম, সম্পাদনায়-আরজে সাইমুর:
  5. hamim_ovi@gmail.com : Rj Rafi, সম্পাদনায়- সাইমুর রহমান : Rj Rafi, সম্পাদনায়- সাইমুর রহমান
  6. skhshadi@gmail.com : শেখ সাদি, সম্পাদনায়-সাইমুর রহমান: : শেখ সাদি, সম্পাদনায়-সাইমুর রহমান:
  7. srahmanbd@gmail.com : এডমিন, সম্পাদনায়- সাইমুর রহমান : এডমিন, সম্পাদনায়- সাইমুর রহমান
  8. sumaiyaislamtisha19@gmail.com : তিশা, সম্পাদনায়-সাইমুর রহমান : তিশা, সম্পাদনায়-সাইমুর রহমান
মহাকাশ থেকেও দৃশ্যমান ভারতের বৈষম্য - Swadeshnews24.com
শিরোনাম
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা-ডিপজল প্যানেলের জয়লাভ গোবিন্দগঞ্জে অটোচালক দুলা হত্যার মূল আসামি আটক চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শুরু পলাশবাড়ীতে উপজেলা নির্বাচনে অনলাইন মনোনয়নপত্র দাখিলের বিষয়ে সম্ভাব্য প্রার্থীদের সাথে মতবিনিময় ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পদক্ষেপ নিলেই বিএনপি বলে বিরোধীদল দমন’ এবার বুবলী-শাকিবের ‘কোয়ালিটি টাইম’ নিয়ে মুখ খুললেন অপু বাংলাদেশের সফলতা চোখে পড়ার মতো: সিপিডির রেহমান সোবহান চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের পরিবেশ নিয়ে যা বললেন নিপুণ তালিকা দিতে না পারলে ফখরুলকে ক্ষমা চাইতে বললেন ওবায়দুল কাদের প্রকাশিত হলো দিদারের ‘বৈশাখ এলো রে এলো বৈশাখ’ আ.লীগের মতো ককটেল পার্টিতে বিশ্বাসী নয় বিএনপি: রিজভী হৃদয় খানের সঙ্গে জুটি ন্যান্সিকন্যা রোদেলার শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষকে ভাবতে পারি না: বুবলী শাকিবের এমন সময় আমাদেরও ছিল: ওমর সানী কত টাকা সালামি পেলেন জায়েদ খান, দিতে হলো কত লাখ?

মহাকাশ থেকেও দৃশ্যমান ভারতের বৈষম্য

  • Update Time : মঙ্গলবার, ২৯ মে, ২০১৮
  • ২৭৫ Time View

মহাকাশ থেকে স্যাটেলাইটের মাধ্যমে তোলা ছবি কি অসমতার মাত্রা নিরূপণে ভূমিকা রাখতে পারে? অর্থনীতিবিদেরা বলছেন, ‘হ্যাঁ’ পারে। অন্তত ভারতীয় দুই অর্থনীতিক প্রবীণ চক্রবর্তী ও বিবেক দেহেজ্জা তা-ই মনে করেন। শুধু মনে করা না, ভারতের ১২টি অঙ্গরাজ্যের বিভিন্ন শহর ও জেলার স্যাটেলাইট থেকে তোলা ছবির তুলনামূলক বিশ্লেষণ করে এর পক্ষে কিছু প্রমাণও হাজির করেছেন তাঁরা।

এ সম্পর্কিত বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউএস এয়ার ফোর্স ডিফেন্স মেটিআরলজিক্যাল স্যাটেলাইট প্রোগ্রামের (এএফডিএমএস) আওতাধীন স্যাটেলাইট থেকে তোলা ছবি বিশ্লেষণ করেছেন প্রবীণ চক্রবর্তী ও মুম্বাইভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আইডিএফসির সিনিয়র ফেলো বিবেক দেহেজ্জা। পৃথিবীকে দিনে ১৪ বার প্রদক্ষিণ করা এই স্যাটেলাইটগুলো রাতের পৃথিবীর আলোর হিসাব রাখে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের রাতের আলোর ছবি তুলে রাখে এগুলো। এই স্যাটেলাইটের ধারণ করা ছবিগুলো থেকে দুই গবেষক বেছে নেন ভারতের কিছু নির্দিষ্ট এলাকার ছবি।

গবেষকেরা জানান, স্যাটেলাইটগুলো থেকে পাওয়া ছবিগুলোর মাধ্যমে তাঁরা ভারতের ১২টি রাজ্যের ৬৪০টি জেলার মধ্যে ৩৮৭টি জেলা পর্যবেক্ষণ করেন। এসব জেলায় ভারতের মোট জনসংখ্যার ৮৫ শতাংশের বাস। আর দেশটির অর্থনৈতিক কর্মকাণ্ডের (মোট দেশজ উৎপাদন বা জিডিপির ভিত্তিতে) ৮০ শতাংশই এসব জেলায় পরিচালিত হয়। স্যাটেলাইটগুলো থেকে পাওয়া সংশ্লিষ্ট জেলাগুলোর ছবি বিশ্লেষণ করে ভারতের সম্পদবণ্টনের চিত্র পাওয়ার চেষ্টা করা হয়েছে গবেষণায়।

এতে দেখা গেছে, রাতের ভারতের অধিকাংশ এলাকাই অন্ধকার। কারণ, এই সময়ে অধিকাংশ অঞ্চলে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডই চলে না। তবে কিছু অঞ্চলে বেশ উজ্জ্বল আলো দেখা যায়, যা ওই সব অঞ্চলের অর্থনৈতিক গতিশীলতার প্রমাণ বহন করছে। কিছু অঞ্চলে মৃদু আলো দেখা গেছে, যা অর্থনৈতিক কর্মকাণ্ড চললেও এর স্বল্পমাত্রার কথাই জানান দেয়। বিশ্লেষণে বিভিন্ন রাজ্যের মধ্যে অর্থনৈতিক বৈষম্যের পাশাপাশি রাজ্যের ভেতরের বণ্টনব্যবস্থার অসাম্যকে চিত্রিত করছে বলে মত দেন গবেষকেরা।

ছবিগুলো বিশ্লেষণে দেখা গেছে, ১২টি রাজ্যের পর্যবেক্ষণাধীন ৩৮০টি জেলার রাতের গড় উজ্জ্বলতা মুম্বাই বা বেঙ্গালুরুর মতো বড় শহরের উজ্জ্বলতার পাঁচ ভাগের এক ভাগ। আবার এই জেলাগুলোর মধ্যে অগ্রসর ১০ শতাংশ জেলা রাতে যতটা উজ্জ্বল, বাকিগুলোর উজ্জ্বলতা তার এক-তৃতীয়াংশের কাছাকাছি। আর এই তুলনামূলক অবস্থার উন্নতির বদলে ক্রমাবনতি ঘটছে। বিশেষত ১৯৯১ সালে অর্থনৈতিক সংস্কার কার্যক্রম শুরুর পরের বছর থেকে এই ব্যবধান ক্রমাগত বাড়ছে। ১৯৯১ সালের আগে এই সব অঞ্চলের অর্থনৈতিক অগ্রগতিতে যে সাম্য দেখা গিয়েছিল, তার ছাপ রয়েছে সেই সময়ের ছবিগুলোতে। কিন্তু এর পরের ছবিগুলোয় আর এই সমধর্মিতা বজায় থাকেনি।

গবেষকেরা জানান, ২০১৪ সালের এক হিসাবে দেখা গেছে, সবচেয়ে ধনী তিন রাজ্য কেরালা, তামিলনাড়ু ও মহারাষ্ট্রের একজন মধ্যম আয়ের মানুষের গড় আয় সবচেয়ে দরিদ্র তিন রাজ্য বিহার, উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশের মধ্যম আয়ের মানুষের গড় আয়ের তিন গুণ। অর্থাৎ ১৯৯১ সালের পর গৃহীত অর্থনৈতিক পরিকল্পনায় ভারতের রাজ্যগুলো সমভাবে শামিল হতে পারেনি। এটি ভারতের রাজ্যগুলোর মধ্যে অর্থনৈতিক অসাম্য তৈরি করেছে। ঠিক একইভাবে কোনো একটি নির্দিষ্ট রাজ্যের ভেতরেও অর্থনৈতিক অগ্রগতি সমভাবে হয়নি। অর্থাৎ বৈষম্য এসেছে দুই দিক থেকেই। আর এর পেছনে সুশাসনের অভাবকেই কারণ হিসেবে দেখছেন গবেষকেরা।

বিবেক দেহেজ্জা বিবিসিকে বলেন, ‘এক রাজ্যের সঙ্গে অন্য রাজ্যের এবং একই রাজ্যের ভেতরে দুই জেলার মধ্যে অর্থনৈতিক কর্মকাণ্ডে বিস্তর ব্যবধান রয়েছে। আর এই ব্যবধান সময়ের সঙ্গে বাড়ছে। না এটাকে “ধনীর আরও ধনী হওয়া”র মতো কোনো বিষয় বলা যাবে না। বরং বলতে হবে, অর্থনৈতিক কর্মকাণ্ডের দিক থেকে বিভিন্ন অঞ্চল সমভাবে এগোতে না পারায় দরিদ্রদের নাগালের বাইরে চলে যাচ্ছে ধনীরা। ব্যবধান বাড়ছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020 SwadeshNews24
Site Customized By NewsTech.Com