ইসরায়েলি সেনার গুলিতে নিহত ফিলিস্তিনি যুবক

ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছেন জামাল আবু হালিমা নামের ২২ বছরের এক ফিলিস্তিনি যুবক। এছাড়া আহত হয়েছেন অন্তত ১৪৬ জন। শুক্রবার ইসরায়েলি সীমান্তে বিক্ষোভ প্রদর্শন করতে ফিলিস্তিনিরা একত্রিত হলে এ হতাহতের ঘটনা ঘটে। খবর সিনহুয়া নিউজ, প্রেসটিভি, রয়টার্স।

গাজা উপত্যকায় নিজ গৃহে ফেরার জন্য মার্চ মাস থেকে শুরু হওয়া বিক্ষোভে এ পর্যন্ত একশ’র বেশি মানুষকে নিরস্ত্র অবস্থায় হত্যা করা হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, পূর্ব গাজায় বিক্ষোভ চলার সময় এ যুবককে উদ্দেশ্য করে গুলি করা হয়।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, শুক্রবার ইসরায়েলি সীমান্তে বিক্ষোভ প্রদর্শন করতে তিন হাজার ফিলিস্তিনি একত্রিত হয়েছিলেন। এদের মধ্যে ৫৭ ব্যক্তির শরীরেই গুলি লাগে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, গাজা উপত্যকায় বিস্ফোরণে ‘কয়েকজন’ফিলিস্তিনি আহত হয়েছেন।

উল্লেখ্য, গাজা উপত্যকায় ২০ লাখ লোকের মধ্যে অধিকাংশই শরণার্থী হিসেবে বসবাস করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *