পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৫৩ হাজার ৩১৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
বুধবার রাত ১১টা পর্যন্ত বাংলাদেশ বিমান এয়ালাইন্সের ৭২টি ফ্লাইটে ২৭ হাজার ৫২৫ জন ও সৌদি এয়ারলাইন্সের ৭৫টি ফ্লাইটে ২৫ হাজার ৭৯৪ জন হজযাত্রী সৌদি পৌঁছান।
জেদ্দা বিমানবন্দরে কর্মরত ধর্ম মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা গেছে।
তিনি জানান, মোট হজযাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনার তিন হাজার ২৫৯ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৫০ হাজার ৬০ জন রয়েছেন।
আসন্ন হজে বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ছয় হাজার ৭৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫২৮টি হজ এজেন্সির মাধ্যমে এক লাখ ২০ হাজার জনসহ মোট এক লাখ ২৬ হাজার ৭৯৮ হজ পালন করবেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হবে।