রাজা রোনালদো

: শেখ সাদি, সম্পাদনায়-সাইমুর রহমান:
: ৬ years ago

তারকা খেলোয়াড়দের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবসার একটি বড় মাধ্যম। আর ইন্সটাগ্রামে আয়ের দিক থেকে সবচেয়ে এগিয়ে পর্তুগীজ তারকা রোনালদো।

ফক্স স্পোর্টসের রিপোর্টে প্রকাশিত হয়েছে বিশ্বের তারকা খেলোয়াড়দের ইন্সটাগ্রাম আয়ের রেকর্ড। আর তাতে রোনালদোর ধারে কাছে নেই কেউ। ইন্সটাগ্রামের রাজা পর্তুগীজ এই তারকাই। প্রতি পোস্টে রোনালদোর আয় ৭ লাখ ৫০ হাজার ডলার! ৬ লাখ ডলার নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন নেইমার। তৃতীয় অবস্থানে আছেন মেসি। বার্সেলোনা তারকার প্রতি পোস্টে আয় ৫ লাখ ডলার।

এই লিস্টে আছে ইংলিশ তারকা ডেভিড বেকহাম, ওয়েলশ তারকা বেইল ও সুইডিশ তারকা ইব্রাহিমোভিচও। তাদের প্রতি পোস্টে আয় যথাক্রমে ৩ লাখ, ১ লাখ ৮৫ হাজার ও ১ লাখ ৭৫ হাজার ডলার।