সরকারের একপেশে নির্বাচনের ডিজাইনার ইসি: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তিন সিটি নির্বাচনে সাধারণ ভোটারদের ভোট থেকে বঞ্চিত করতেই আশেপাশের দলীয় লোকদের নির্বাচনী এলাকায় জড়ো করেছে সরকার। শনিবার (২৮ জুলাই) সকালে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।রিজভী বলেন, ‘সরকারের নির্দেশে তিনটি সিটি করপোরেশনে একপেশে নির্বাচন করার ডিজাইনারের কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন। ক্ষমতাসীনগোষ্ঠী সাধারণ ভোটারদের অধিকার ফিরে পাওয়াকে অপরাধ হিসেবে গণ্য করে।

এজন্য তার ভোট চুরির নতুন নতুন মডেল আবিষ্কার করে যাচ্ছে। বিনা ওয়ারেন্টে কাউকে গ্রেপ্তার না করার প্রজ্ঞাপন জারির উদ্যোগ নিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তা থামিয়ে দেয়া হয়।’

রিজভী আরো বলেন, ‘বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় গতকাল সারারাত বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশ হানা দিয়েছে। বাসায় গিয়ে তারা পরিবারের সদস্যদের বলেছে ২ আগস্টের আগে কাউকে যেন সিটি কর্পোরেশন এলাকায় দেখা না যায়। বরিশাল সিটি কর্পোরেশনে গ্রেফতার না করার জন্য হাইকোর্টের নির্দেশ থাকলেও সেটিকে অমান্য করে পুলিশ লাগাতার গ্রেফতার করছে বিএনপি ও ২০ দলীয় জোটের নেতাকর্মীদের। ধানের শীষের প্রার্থীর উঠোন বৈঠক ও সভাও ভেঙে দিচ্ছে পুলিশ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *