গায়ানায় দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের হারে সিরিজ এখন ১-১ -এ সমতায়। তাই সেন্ট কিডসে আজকের তৃতীয় ওয়ানডে ম্যাচটি হয়েছে অঘোষিত ফাইনাল। আর এ ম্যাচের বাংলাদেশ একাদশ কেমন হবে তা নিয়ে চলছে জোর আলোচনা। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, এ ম্যাচের মিডল অর্ডারে দু-একটি পরিবর্তন আসতেও পারে।
শুরুতে আলোচনায় আসে, ওপেনিংয়ে নামা এনামুল হক বিজয়কে নিয়ে। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে ভালো শুরুর পরও বড় কোনো সাফল্য পাননি এই ডানহাতি। দ্বিতীয় ম্যাচে মাত্র ৯ বলে ২৩ রান করে সাজঘরে ফিরেন। তাঁকে একাদশে রাখা-না রাখা নিয়ে টিম ম্যানেজমেন্টের যত চিন্তা।
মিডল অর্ডারে সাব্বির রহমান-মোসাদ্দেক হোসেন সৈকতও ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছেন। বিশেষ করে শেষ ম্যাচে তাঁদের ব্যর্থতায় দল হেরেছে। তাই এই ম্যাচ থেকে একজন বাদ পড়লে অবাক হওয়ার কিছু থাকবে না।
ব্যর্থ হলেও ওপেনিংয়ে খেলা এনামুলের বাদ পড়ার সম্ভাবনা খুবই কম। সে ক্ষেত্রে সাব্বির-সৈকতের মধ্য থেকে একজন বাদ পড়লে দলে জায়গা পেতে পারেন লিটন দাস। এ ছাড়া দলে খুব একটা পরিবর্তন আসার সম্ভাবনা নেই।
আজকের ম্যাচটি দুই দলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ, যে জিতবে তারাই সিরিজ জয়ের সাফল্য পাবে। অবশ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাটিতে ২০০৯ সালে দারুণ সাফল্য পেয়েছিল বাংলাদেশ। ওয়ানেডে সিরিজ ৩-০ তে হোয়াইটওয়াশ করেছিল সাকিব-তামিমরা। আজ জিতলে ক্যারিবীয়দের বিপক্ষে তৃতীয় এবং তাদের মাটিতে দ্বিতীয় সাফল্য পাবে বাংলাদেশ।
বাংলাদেশ ২০১২-১৩ মৌসুমের নিজেদের মাটিতে একবার সিরিজ জিতেছিল এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। মুশফিকুর রহিমের নেতৃত্বে সেই সিরিজে ৩-২ ব্যবধানে সাফল্য পেয়েছিল লাল-সবুজের দল।