গত কয়েকদিনের টানা বৃষ্টিতে চট্টগ্রামে আবারো পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। দুর্ঘটনা এড়াতে পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
শনিবার (২৮ জুলাই) সকাল থেকেই জেলা প্রশাসনের পক্ষ থেকে নগরীর মতিঝর্ণা, লালখান বাজার ও পাটালী হিলসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় মাইকিং করা হয়।
এ সময় পাহাড়ে বসবাসকারীদের স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার নির্দেশনা দেয়া হয়।
তবে, মাইকিং সত্ত্বেও বাসা-বাড়ি থেকে চলে যেতে নারাজ বাসিন্দারা। চট্টগ্রামে ছোট-বড় মিলিয়ে ১শ’ টিরও বেশি পাহাড় রয়েছে। এতে প্রায় ২ লাখ মানুষ বাস করেন। ইতোমধেই ৩০টি পাহাড়কে ঝুকিপূর্ণ বলে চিহ্নিত করেছে জেলা প্রশাসন।