রিয়ালে ক্যারিয়ার নিয়ে শঙ্কিত নাভাস

রিয়াল মাদ্রিদে নিজের ক্যারিয়ার নিয়ে শঙ্কিত নন কোস্টারিকান তারকা গোলরক্ষক কেইলর নাভাস। জানান এ ব্যাপারে দলের কোচ জুলিয়েন লোপেতেগুইয়ের সঙ্গেই আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নিবেন তিনি।

২০১৪-১৫ মৌসুমে স্প্যানিশ ক্লাব লেভেন্তে ছেড়ে মাদ্রিদে যোগ দেন নাভাস। লস ব্লাঙ্কোদের জার্সিতে গেলো চার সিজনে খেলেছেন ১৪১টি ম্যাচ। জিতেছেন সম্ভাব্য প্রায় সব ট্রফি। তবে নতুন মৌসুমে চেলসি ম্যান থিবো কোর্তোয়াকে দলে ভেড়াতে চাচ্ছে রিয়াল। গুঞ্জণ শুনা যাচ্ছে। কোর্তোয়া আসলে ধারে পাঠানো হতে পারে নাভাস’কে। তবে এসব নিয়ে নাকি মোটেই ভাবছেন না এই গোলরক্ষক।

আর্জেন্টিনার এক দৈনিক’কে তিনি জানান, রিয়ালের সঙ্গে এখনও তার দুই বছরের চুক্তি বাকি। তাইতো আপাতত তিনি শুধু নতুন মৌসুম নিয়েই ভাবছেন। আগামী ১৯ আগস্ট গেতাফের বিপক্ষে ‘লা লিগায়’ নিজেদের প্রথম ম্যাচ খেলবে রিয়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *