বঙ্গবন্ধু স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর জন্য নির্মিত গাজীপুরের প্রাইমারি গ্রাউন্ড স্টেশন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু কনফারেন্স সেন্টার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এর উদ্বোধন করেন।

গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন।

জাঞ্জা গেছে, গাজীপুর মহানগরের তেলীপাড়ার গ্রাউন্ড স্টেশনে সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উদ্বোধনী এ অনুষ্ঠানে আছেন। এ সময় উপস্থিতরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন। একই সঙ্গে বেতবুনিয়ার বেক-আপ গ্রাউন্ড স্টেশনটিও উদ্বোধন করা হয়েছে।

গ্রাউন্ড স্টেশন প্রকল্পের পরিচালক মো. মেসবাহুজ্জামান বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে উৎক্ষেপণের পর এখন গ্রাউন্ড স্টেশন থেকে সংকেত আদান-প্রদান করছে। স্যাটেলাইটটি থেকে কাঙ্খিত সেবা পেতে এখন শুধু সময়ের অপেক্ষা।

তিনি আরো বলেন, গাজীপুর গ্রাউন্ড স্টেশন থেকে সার্বক্ষণিক ওই স্যাটেলাইটটির গতিবিধি ও অবস্থান পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো প্রকার সমস্যা দেখা দেয়নি। এখান থেকেই ট্র্যাকিং ও কন্ট্রোলিংয়ের করা হচ্ছে। সেপ্টেম্বরের মধ্যে সকল টেস্ট ও ট্র্যাকিংয়ের কাজ সফলভাবে সমাপ্তির পর স্যাটেলাইটটি কমার্শিয়াল অপারেশনে যাবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *