রাজধানীর কুর্মিটোলায় র্যাডিসন হোটেলের সামনে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় আজও সড়কে নেমে আসে শিক্ষার্থীরা। সরকারি বিজ্ঞান কলেজের ছাত্ররা ফার্মগেটে প্রধান সড়ক অবরোধ করে। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।
ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ফার্মগেট ওভারব্রিজের নিচে জড়ো হয় সরকারি বিজ্ঞান কলেজের শতাধিক ছাত্র। তারা প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে কাজী নজরুল ইসলাম এভিনিউ যানশূন্য হয়ে যায়। সব গাড়ি আটকা পড়ে বিজয় সরণির পাশে। তীব্র যানজট সৃষ্টি হয় রাস্তার অপর পাশে। এ সময় শত শত মানুষ বাস থেকে নেমে হেঁটে গন্তব্যে রওনা দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ছাত্রদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করে। কিন্তু প্রায় এক ঘণ্টা ছাত্ররা সড়কে অনড় অবস্থান নেয়। এ সময় তারা দুই শিক্ষার্থীর জীবন কেড়ে নেওয়া বাসচালকের সর্বোচ্চ শাস্তি দাবি করে। একই সঙ্গে বেপরোয়া বাস চলাচল বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে।
পরে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ছাত্রদের দাবির সঙ্গে একমত পোষণ করে তাদের ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ করেন। একপর্যায়ে দুপুর পৌনে ১২টার দিকে ছাত্ররা পুলিশের অনুরোধে রাস্তা খালি করে চলে যায়। এরপর যান চলাচল স্বাভাবিক হলেও দেখা দেয় তীব্র যানজট।
ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাটি আমাদের সবার জন্য অত্যন্ত শোকের বিষয়। শিক্ষার্থীদের দাবিও যৌক্তিক। তবে নতুন করে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে জন্য ছাত্রদের ক্লাসে ফিরিয়ে দেওয়া হয়েছে।’
গত রোববার রাজধানীর কুর্মিটোলার এয়ারপোর্ট রোডে জাবালে নূর পরিবহনের বাসের চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়। তারা আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের সামনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ফ্লাইওভারের শেষ প্রান্তে দাঁড়িয়েছিল।
নিহত শিক্ষার্থীরা হলো শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী দিয়া খানম মীম ও দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম।