জিম্বাবুয়েতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, গুলিতে নিহত ৩

: শেখ সাদি, সম্পাদনায়-সাইমুর রহমান:
: ৬ years ago

জিম্বাবুয়ের পার্লামেন্ট নির্বাচনের পরবর্তীতে, রাজধানী হারারেতে সহিংসতা ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা-বাহিনীর সঙ্গে বিরোধী দল মুভমেন্ট ফর ডেমোক্রেটিক চেঞ্জ-এমডিসি’র সমর্থকদের সঙ্গে সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।

নিরাপত্তাবাহিনী জানায়, পার্লামেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হওয়ায় নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগে রাজধানীতে ভাংচুর চালাতে থাকে বিরোধী দলীয় সমর্থকরা। এসময় পুলিশে সঙ্গে সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ বাঁধে।

সহিংসতা নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা-বাহিনী কাঁদানে গ্যাস, টিয়ারশেল ও গুলি ছুঁড়লে এ হতাহতের ঘটনা ঘটে। রাজধানীতে এখনো উত্তেজনা বিরাজ করায় সেখানে সেনা মোতায়েন রয়েছে বলে জানা গেছে। এদিকে, সহিংসতার বিষয়ে এমডিসির এক মুখপাত্র, সেনাবাহিনীর মারমুখী আচরণকে অগণতান্ত্রিক বলে উল্লেখ করেছেন।

এর আগে, এক সংবাদ সম্মেলনে জানানো হয়, একশ’ নয়টি আসন পেয়ে জয়ী হয়েছে জানু-পিএফ পার্টি। এছাড়াও বিরোধী দল মুভমেন্ট ফর ডেমোক্রেটিক চেঞ্জ-এমডিসি পেয়েছে ৪১টি আসন। এখনও ৫৮টি আসনের ফলাফল ঘোষণা করা হয়নি।