শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত পরিবহন মালিক সমিতি

নিরাপদ সড়কের জন্য শিক্ষার্থীদের চলমান দাবির সঙ্গে একমত জানালেও নিরাপত্তাহীনতার কারণেই শ্রমিকরা গাড়ি বন্ধ রেখেছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব এনায়েত উল্লাহ। তবে, এটা কোনো আনুষ্ঠানিক কোনো ধর্মঘট নয় বলেও জানান তিনি।শুক্রবার (০৩ আগস্ট) বিকেলে তিনি এ তথ্য জানান। এসময় শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ারও আহ্বান জানান এনায়েত উল্লাহ।

গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলার বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের বাসের চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়। এ ছাড়া আহত হয় বেশ কয়েকজন। নিহত শিক্ষার্থীরা হলো শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী দিয়া খানম মিম ও দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব।

এ ঘটনার পর রাজধানীসহ সারা দেশে কোমলমতি শিক্ষার্থীরা রাস্তায় নেমে বিক্ষোভ করে। তারা নিরাপদ সড়কসহ নয় দফা দাবি তুলে করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব দাবি মেনে নিয়ে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। এরই মধ্যে কুর্মিটোলায় নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ লাখ টাকার অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাসচাপায় সহপাঠীদের মৃত্যুর পর রাস্তায় বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। এরপর থেকে ঢাকার অভ্যন্তরীণ সড়কগুলোয় বাস চলাচল একেবারেই কমে যায়। এমনকি আন্তঃজেলা বাস চলাচলও বন্ধ হয়ে যায়। এরপর আজ থেকে পরিবহন মালিক ও শ্রমিকরা সারা দেশে বাস চলাচল বন্ধ রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *