মৃত্যুদণ্ড কখনই গ্রহণযোগ্য নয়: পোপ ফ্রান্সিস

: শেখ সাদি, সম্পাদনায়-সাইমুর রহমান:
: ৬ years ago

বিশ্বব্যাপী মৃত্যুদণ্ডের বিধান বিলোপে কাজ করে যাওয়ার ঘোষণা দিয়েছেন পোপ ফ্রান্সিস।বৃহস্পতিবার তিনি এ ঘোষণা দেন বলে জানায় ভ্যাটিকান। একইসঙ্গে মৃত্যুদণ্ড নিয়ে ক্যাথলিক সম্প্রদায়ের পুরোনো মতবাদ পাল্টে দেয়া এ বাণী বিশ্বের সব বিশপদের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে জানিয়েছে ভ্যাটিক্যান।

এর মধ্য দিয়ে রোমান ক্যাথলিক শিক্ষার ধারনা বদলে দিলেন পোপ। ক্যাথলিক মতবাদে কিছু কিছু ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধান থাকলেও কোনো ক্ষেত্রেই এ বিধান মেনে নেয়া যায় না বলে মন্তব্য করেছেন রোমান ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

তিনি বলেন, মৃত্যুদণ্ড কখনই গ্রহণযোগ্য নয়। আর তাই বিশ্বব্যাপী এ দণ্ড বিলুপ্ত করতে ক্যাথলিক গির্জা কাজ করে যাবে। এর আগে গত অক্টোবরে মৃত্যুদণ্ড নিয়ে গির্জার নীতি ও ধর্মীয় শিক্ষা আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে বদলানো উচিত বলে মন্তব্য করেন পোপ।

২০১৬ সালের ফেব্রুয়ারিতেও ভ্যাটিকানের সেইন্ট পিটারস স্কয়ারে এক ভাষণে বিশ্বব্যাপী মৃত্যুদণ্ড বিলোপ করার আহ্বান জানান তিনি।